পাচার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছে কলিমুদ্দিন তৃণমূল পঞ্চায়েত সদস্যের সহায়তা

Must read

সংবাদদাতা, বসিরহাট : তৃণমূল কংগ্রেস যে যে কোনও মূল্যে মানুষের পাশে থাকতে চায়, তার সাম্প্রতিক উদাহরণ মিলল বসিরহাটে। ‘বাবু গো, পাচার আর করব না। পরিবার নিয়ে স্বাভাবিক জীবন কাটাতে চাই।’ আবেদন জানিয়েছিল সীমান্তে পাচারকারী কলিমুদ্দিন মোল্লা (Kalimuddin Mollah)। বছর ৪৮-এর এই পাচারকারীর চাওয়াকে সম্মান দিতে তার পাশে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পঞ্চায়েত সদস্য বজলুর রহমান সরদার। তিনি দায়িত্ব নিয়ে কলিমুদ্দিনকে সঙ্গে নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কাছে নিয়ে গিয়ে মুচলেখা লিখিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করলেন। বিএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসনও পাচারকারীর জীবন থেকে সরে আসার জন্য কলিমুদ্দিন মোল্লাকে (Kalimuddin Mollah) সাধুবাদ জানিয়েছে।

আরও পড়ুন – তৃণমূল নেতাকে হত্যার হুমকি

কলিমুদ্দিন জানায়, প্রায় তিন যুগ আগে, তার বয়স তখন ১৫ তখন থেকেই পেটের জ্বালায় পাচারে হাতেখড়ি। বিএসএফের চোখরাঙানি উপেক্ষা করে চিনি, লবণ, মশলা বাংলাদেশ পাচার দিয়ে শুরু। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফেন্সিডিল-সহ একাধিক মাদকদ্রব্য পাচার করে পেশাদার পাচারকারী হয়ে ওঠে। বয়স এখন ৪৮। আর পাচারের সঙ্গে যুক্ত না থেকে মূলস্রোতে ফিরে এসে পরিবারের সঙ্গে সময় কাটাতে আর বংশ পরম্পরায় চলে আসা কৃষিকাজে মুক্তির পথে বেঁচে থাকার লড়াই করতে চায়।

বসিরহাট স্বরূপনগর ভারত-বাংলাদেশের দোহারকান্দা সীমান্তে বাড়ি কলিমুদ্দিনের। পাঁচ বছর আগে বাবা মারা যান। তিনি ছেলেকে বারবার স্বাভাবিক জীবনে ফিরতে বলতেন। দীর্ঘ তিন দশক পাচারের সঙ্গে যুক্ত থেকে আজ মুক্তির স্বাদ নিতে চাইছে সে।

Latest article