সিবিআইয়ে মানুষের আর শ্রদ্ধা নেই: সুজিত

Must read

সংবাদদাতা, তারাপীঠ : সপরিবার তারাপীঠে পুজো দিতে এসে সিবিআইয়ের প্রতি অনাস্থা ব্যক্ত করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বললেন, পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করতে এসেছিলাম। বছরে দুবার আসি। তারপর সিবিআই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সিবিআই একটা পলিটিক্যাল গেম। আগে একটা সময় সিবিআইয়ের প্রতি মানুষের বিশ্বাস, শ্রদ্ধা ছিল। এখন নেই। সারা দেশের মানুষ দেখছে কেন্দ্রীয় এজেন্সি যতগুলো আছে সিবিআই, ইডি সবগুলো কেমনভাবে ব্যবহার করা হচ্ছে।’ বগটুই-কাণ্ডে দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী (Sujit Bose) বলেন, ‘বিচারাধীন বিষয়ে তিনি কিছু বলবেন না।’ একইভাবে অনুব্রতর সিবিআই হাজিরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আইন আইনের পথে চলবে। চিকিৎসক তাঁকে এখন একমাস বিশ্রাম নিতে বলেছেন, তিনি কী করে যাবেন! একটা মানুষ অসুস্থ। তাঁকে তো সুস্থ হতে দিতে হবে!’ সুজিত (Sujit Bose) এদিন জানান, নলহাটিতে একটি দমকল কেন্দ্র হবে। পাশাপাশি, দুবরাজপুরেও দমকল কেন্দ্রে করা নিয়ে জমিজট কেটে গিয়েছে। তাই ওখানেও একটা ফায়ার স্টেশন হবে।

Latest article