অম্বিকা ব্যানার্জীর প্রয়াণ দিবসে এবিসিএফ এর উদ্যোগে রক্তদান শিবির

Must read

হাওড়ার প্রাক্তন সাংসদ অম্বিকা ব্যানার্জীর নবম প্রয়াণ দিবসে অম্বিকা ব্যানার্জীকে শ্রদ্ধা জানিয়ে, এবিসিএফ (অম্বিকা ব্যানার্জী ক্যান্সার ফাউন্ডেশন) -এর সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়না হাসপাতালের সহযোগিতায় সোমবার স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি ও ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তুষার কান্তি ঘোষ, এবিসিএফ সংস্থার কর্ণধার তথা দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী, হাওড়া পুরনিগমের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী সহ রাজনৈতিক ব্যক্তিত্ব।

শারীরিক অসুস্থতার কারণে ৮৬ বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অম্বিকা ব্যানার্জী (Ambica Banerjee)। তিনি তাঁর রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন কংগ্রেসের হাত ধরে এবং তিনি ১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধী দলের উপনেতাও ছিলেন তিনি। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে পরাজিত হন। তিন বছর পর লোকসভা নির্বাচনে তিনি সিপিআই(এম)-এর প্রার্থী স্বদেশ চক্রবর্তীকে পরাজিত করে সংসদ সদস্য হন অম্বিকা ব্যানার্জী (Ambica Banerjee)। দুটি হাউস প্যানেল-শহুরে উন্নয়ন কমিটি এবং পাবলিক আন্ডারটেকিংস কমিটির সদস্য ছিলেন তিনি। অম্বিকা ব্যানার্জী ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। শুধু রাজনীতিই নয় একজন ক্রীড়া প্রেমিকও ছিলেন তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) ও ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এর মতো বিভিন্ন ক্রীড়া সংস্থার সাথে যুক্ত ছিলেন অম্বিকা ব্যানার্জী। ২০১৫ সালে অম্বিকা ব্যানার্জী কে শ্রদ্ধা জানিয়ে গড়ে ওঠে অম্বিকা ব্যানার্জী ক্যান্সার ফাউন্ডেশন। হাওড়া জেলার অন্তর্গত ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তা করা এবিসিএফ এর প্রধান উদ্দেশ্য। অত্যন্ত কম খরচে ক্যান্সার আক্রান্ত রোগীরা যাতে চিকিৎসা পান সে দিকে বিশেষ নজর রাখে এবিসিএফ। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য স্বল্প ব্যয়ে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে কেমো থেরাপিরও ব্যবস্থা করে এবিসিএফ। এখনও পর্যন্ত ৩৫০ ও বেশি ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তা করেছে এবিসিএফ।

Latest article