সংবাদদাতা, হাওড়া : জাতীয়স্তরের রাইফেল শ্যুটারের ঝুলন্ত দেহ উদ্ধার হল বালিতে (Bally)। বুধবার রাতে। পুলিশ জানায়, মৃতার নাম কণিকা লায়েক (kanika Layek) (২৮)। ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা কণিকা (kanika Layek) বালির হপ্তাবাজারের কাছে একটি মেসে থাকতেন। সেখানেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস জড়ানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঝাড়খণ্ডের (Jharkhand) হয়ে শ্যুটিং প্রতিযোগিতায় একাধিক পদক জিতেছিলেন। বালিতে থেকে কলকাতায় প্রশিক্ষণ নিচ্ছিলেন। ঘরের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। তাতে খেলাধুলায় আশানুরূপ ফল না হওয়ায় মনকষ্টের কথা তিনি লিখেছেন বলে পুলিশ জানিয়েছে। সেইসঙ্গে মা-বাবার স্বপ্ন ও আশা পূরণ না হওয়ার কথাও বারবার লিখেছেন কণিকা। পাশাপাশি সামনের ফেব্রুয়ারিতে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। তবে এই নিয়ে সুইসাইডে নোটে কিছু লেখা নেই। ঘর থেকে তাঁর মোবাইলটিও উদ্ধার করেছে পুলিশ। হতাশার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তাঁর অতীত নিয়ে।
আরও পড়ুন-দেশে শতবর্ষ পেরনো বাঁধ এখন ২২৭