দেশে শতবর্ষ পেরনো বাঁধ এখন ২২৭

Must read

প্রতিবেদন : গোটা দেশে (India) পঞ্চাশ বছরেরও বেশি পুরনো বাঁধের (Dam) সংখ্যা ১১৭৫টি। অন্যদিকে ২২৭টি বাঁধের বয়স ১০০ বছর অতিক্রম করেছে। সবথেকে বেশি ২৭৪টি ৫০ বছরের বেশি বয়সি বাঁধ রয়েছে মহারাষ্ট্রে। ৫০ বছরের বেশি বয়সি মাত্র দুটি বাঁধ আছে পশ্চিমবঙ্গে। অন্যদিকে ১০০ বছর অতিক্রম করেছে এমন বাঁধের সংখ্যা মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি। এই রাজ্যে ১০০ বছর অতিক্রান্ত হওয়া বাঁধের সংখ্যা ৬২। এর পরেই আছে মহারাষ্ট্র। এই রাজ্যে ১০০ বছর অতিক্রম করা বাঁধের সংখ্যা ৪২। ১০০ বছর অতিক্রান্ত হয়েছে এমন কোনও বাঁধ পশ্চিমবঙ্গে (West Bengal) নেই। কংগ্রেসের লোকসভার সাংসদ মণীশ তিওয়ারির প্রশ্নের জবাবে জানালেন জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু৷ মন্ত্রী জানান, বাঁধগুলির রক্ষণাবেক্ষণ, সুরক্ষা ও দৈনন্দিন কার্যকলাপ দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্যগুলির। তবে বাঁধের সুরক্ষা নিশ্চিত করতে সম্প্রতি সংসদের উভয় কক্ষে বাঁধ সুরক্ষা বিল ২০২১ পাশ করানো হয়েছে। মন্ত্রী আরও জানান, বয়সজনিত কারণে ৫০ বা ১০০ বছর পেরনো কোনও বাঁধের পরিবর্তে নতুন বাঁধ তৈরি করা হবে কি না সেই প্রস্তাব নেওয়ার অধিকার রাজ্যগুলিরই৷

আরও পড়ুন-Petrol-Diesel Price: আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সুবিধা মেলেনি

Latest article