“কন্যাশ্রীর সাহায্যে আমার গ্রামে আমি প্রথম কন্যাশ্রীর ২৫ হাজার টাকা পেয়ে কলেজে ভর্তি হয়েছি”

Must read

আমি কন্যাশ্রী সুবর্ণা মুর্মু। মাঠারতাপল গ্রাম, বাঁকুড়া
জঙ্গলমহলের শালজঙ্গলে ঘেরা মাঠারতাপল গ্রামে আমার বাড়ি। গ্রামে ১০টি পরিবারের বাস। দু কিলোমিটার দূরে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। হাইস্কুল তিন কিলোমিটার দূরে। হেঁটেই যেতাম। সবুজসাথী সাইকেল দুর্দশা ঘুছিয়ে দেয়। আমার গ্রামে আমি প্রথম কন্যাশ্রীর ২৫ হাজার টাকা পেয়ে কলেজে ভর্তি হই সাঁওতালি সাহিত্য নিয়ে। মা এবং বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়ায় বিএ সেকেন্ড ইয়ারে পড়াশোনা বন্ধ করে দিতে হয়। স্বাস্থ্যসাথী কার্ড আছে, বাবা বাংলা আবাসনের বাড়ি পেয়েছেন। বিনা পয়সায় চাল-আটা পাচ্ছি। কন্যাশ্রীর ২৫ হাজার টাকা আমাকে অনেকটাই এগিয়ে দিয়েছে। যা দিদির আশীর্বাদ।

Latest article