সংবাদদাতা, মালদহ : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন দিগন্ত খুলে গেল মালদহে। তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে কর্মতীর্থ (KarmaTirtha- Maldah)। ইংরেজবাজার শহরের বাগবাড়ি এলাকায় তৈরি হয়েছে সুদৃশ্য ভবন। চারতলার এই ভবনে তৈরি হয়েছে একাধিক স্টল। স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের আধিকারিক রাজেন্দ্র রাজ সুন্দস জানান, তিন কোটি অর্থ ব্যয়ে কর্মতীর্থ তৈরি হয়েছে। ১৪টি স্বনির্ভর গোষ্ঠীকে বিতরণ করার কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি গোষ্ঠীতে ১৫-২০ জন মহিলা সদস্য থাকবেন। আর এই স্টলগুলি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রদান করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, এই ভবনে স্বনির্ভর গোষ্ঠীর বিপণন কেন্দ্র ছাড়াও প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। যেখানে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের স্বনির্ভর করাই হল আসল উদ্দেশ্য। বুটিক, কেক তৈরি, জ্যাম, জেলি, আচার, পাপোশ, ব্যাগ, রুমাল, থালা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রশিক্ষণ শেষে গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতে তৈরি সামগ্রীর পসরা সাজিয়ে বসছেন কর্মতীর্থে (KarmaTirtha- Maldah)। প্রশিক্ষণের পাশাপাশি সামগ্রী বিক্রয় করে মুনাফা অর্জন করে সাবলম্বী হয়ে উঠছেন তাঁরা। রাজ্য সরকারের উদ্যোগেই এভাবে সাবলম্বী হয়ে উঠেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
আরও পড়ুন: অরুণাচলের ১৯ হাতিকে দত্তক নিচ্ছে গুজরাত