সংবাদদতা, মালদহ : উৎসবের মেজাজে হল শপথ গ্রহণ। ওল্ড মালদহ পুরসভায় ২০ আসন বিশিষ্ট পুরসভায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, বিধায়ক তথা মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি সহ অনেকে। চেয়ারম্যান হিসাবে কার্তিক ঘোষের নাম প্রস্তাব করা হয়। অন্য কাউন্সিলররা প্রস্তাব সমর্থন করেন। নবনিযুক্ত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো।
আরও পড়ুন-উন্নয়নের শপথ নিলেন দুই চেয়ারম্যান পার্কিং, নিকাশিতে জোর কৃষ্ণেন্দুর
শপথ নেওয়ার পরই ওল্ড মালদহকে নতুনরূপে সাজানোর প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান। তিনি বলেন, ‘‘আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। মানুষ আমাদের ওপর ভরসা করেছেন। আমরা বোর্ড গঠন করেছি। মানুষের কথা রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এলাকা জুড়ে আসবে উন্নয়নের জোয়ার।’’ এরপরই শপথ গ্রহণের পর পুরসভা চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় হাজার দুয়েক মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পুরসভা চত্বর। নবনির্বাচিত পুরপ্রধান কার্তিক ঘোষ জানান,‘‘সুষ্ঠু নাগরিক পরিষেবা প্রদান ও পুরাতন মালদহ পুরসভাকে মডেল পুরসভা হিসেবে গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।’’