উন্নয়নের শপথ নিলেন দুই চেয়ারম্যান পার্কিং, নিকাশিতে জোর কৃষ্ণেন্দুর

শপথবাক্য পাঠ করান মালদহ সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো। সভায় হাজির ছিলেন ইংরেজবাজার পুরসভার ২৯ জন কাউন্সিলর।

Must read

সংবাদদাতা, মালদহ : মিটে গিয়েছে ভোট পর্ব। ঘোষণা হয়েছে চেয়ারম্যানের নাম। বাকি ছিল শপথ গ্রহণ। মিটল নির্বিঘ্নে। বুধবার আনুষ্ঠানিক ভাবে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কৃষ্ণেন্দুনারায়ণ  চৌধুরি। শপথবাক্য পাঠ করান মালদহ সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো। সভায় হাজির ছিলেন ইংরেজবাজার পুরসভার ২৯ জন কাউন্সিলর।

আরও পড়ুন-বিজেপি ছেড়ে মেগা যোগদান তৃণমূল কংগ্রেসে

চেয়ারম্যান হিসেবে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি নাম প্রস্তাব করেন  সুমালা আগরওয়াল। সমর্থন করেন তৃণমূল কংগ্রেসের সব কাউন্সিলর। ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি, বিধায়ক তাজমুল হোসেন। নবনির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দুবাবু বলেন, ‘‘নিকাশি ব্যবস্থার পাশাপাশি পার্কিং-সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা আমার প্রধান লক্ষ্য।’

Latest article