বিজেপি ছেড়ে মেগা যোগদান তৃণমূল কংগ্রেসে

দিন দিন বাড়ছে দল ছাড়ার হিড়িক। উন্নয়নের কাজে শামিল হতে বিজেপি ছেড়ে নেতা-কর্মীরা হাতে তুলে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পতাকা।

Must read

ব্যুরো রিপোর্ট : দিন দিন বেরিয়ে আসছে বিজেপির কঙ্কালসার চেহারা। উন্নয়নের বালাই নেই, শুধু প্রকাশ্যে আসছে গোষ্ঠী কোন্দল। আর যার জেরে জেরবার হয়ে পড়ছেন দলের সদস্যরাই। তাই দিন দিন বাড়ছে দল ছাড়ার হিড়িক। উন্নয়নের কাজে শামিল হতে বিজেপি ছেড়ে নেতা-কর্মীরা হাতে তুলে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পতাকা। বুধবার একই দিনে দিকে দিকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বহু নেতা-কর্মী। ইটাহারে বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কয়েক হাজার কর্মী-সমর্থক।

আরও পড়ুন-আইপিএলে চোটমুক্ত মার্শ

ইটাহার পথসাথী প্রাঙ্গণ মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মিসভার আয়োজন করা হয়। এখানেই কয়েকশো কর্মী- সমর্থক অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুন, ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মোজাফফর হোসেন, পলাশ রায়, কার্তিক দাস, পূজা দাস, কাঞ্চন সরকার প্রমুখ। পাশাপাশি‌ জলপাইগুড়ি জেলার মৌলানি গ্রাম পঞ্চায়েত এলাকার ২ জন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

তাঁদের সঙ্গেই প্রায় ২০০০ সমর্থকও যোগদান করেন তৃণমূলে। বুধবার মৌলানিতে একটি সভায় তাঁরা যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে তাঁরা উন্নয়নের শপথ নেন। যোগদান সভায় ছিলেন জেলা মহিলা সভানেত্রী নূরজাহান বেগম, তৃণমুল নেতা মহাদেব রায় সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

Latest article