পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে মানুষের জন্য প্রতিবাদ চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে মানুষের জন্য প্রতিবাদ চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বুধবারও পথে নেমে অযথা মূল্যবৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। অগুনতি সাধারণ মানুষ শামিল হলেন এই মিছিলে। বুধবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে প্রতিবাদসভা করল তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের উত্তর দিনাজপুর জেলা কমিটি। এদিন সংগঠনের সদস্যরা পোস্টার হাতে মোদি সরকারের এই জনবিরোধী নীতির প্রতিবাদ জানান।

আরও পড়ুন-মডেল পুরসভা তৈরি মূল লক্ষ্য কার্তিকের

সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান-সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সভাপতি বলেন, “আমরা কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির কারণে যে হারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে, তার ঘোরতর বিপক্ষে রয়েছি। মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তাই প্রতিবাদে শামিল হয়েছি।” ইটাহারেও একটি প্রতিবাদ মিছিল হয়। এই মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক মোশারফ হোসেন। তিনি বলেন, “আমরা এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।”

Latest article