গুড়াপে কেদারনাথ দর্শন

Must read

সুমন করাতি, হুগলি: দেশ সদ্য স্বাধীন হয়েছে। হুগলির বর্ধিষ্ণু গ্রাম গুড়াপ (Gurap- Durga Puja)। সেখানকার দুই যুবক কালীপদ কুমার ও চণ্ডীচরণ ঘোষ ঠিক করলেন মহামায়ার আরাধনা করবেন। প্রতিমা তৈরি করলেন চণ্ডীচরণ নিজে আর অর্থ জোগানোর দায়িত্ব নিলেন কালীপদ। কিছু চাঁদা তোলা হল, ধান ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করা হল। সেই শুরু। ৭৫ বছর পেরিয়ে গেল সেই পথচলা। দক্ষিণ গুড়াপ (Gurap- Durga Puja) সর্বজনীন দুর্গাপুজোয় এবারের ভাবনা ‘কেদারনাথ’। পুজোর আদিকথা শোনাচ্ছিলেন কালীপদর পুত্র মোহনলাল। বললেন, তখন গুড়াপে না ছিল বিদ্যুৎ, না ডেকরেটর। যা ছিল তা হল অফুরান উৎসাহ। দেবদারু পাতার গেট করে, লাল নীল কাগজের শেকলে সাজানো হয়েছিল প্রথম পুজোর মণ্ডপ। এখন যে স্থায়ী মণ্ডপে মহামায়ার আরাধনা হয়, সেটি তৈরি ১৯৯৭ সালে। জায়গাটি কেনা হয়েছিল ৯৫-এ। বর্তমান পুজোর সিংহভাগ আয়োজন করেন জীবনকৃষ্ণ কুমার।

আরও পড়ুন-দুর্গাপুজোয় মেতে উঠেছে অসুর সম্প্রদায়

Latest article