রঘুনাথগঞ্জের ৪০০ বছরের পেটকাটি দুর্গা

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : রঘুনাথগঞ্জের গদাইপুর গ্রামে মা দুর্গা ‘পেটকাটি দুর্গা’‌ (Petkati Durga) নামে পরিচিত। ৪০০ বছরের প্রাচীন পুজো। দূর গাঁয়ের মানুষরাও আসেন দেখতে। নির্জন পরিবেশ। আগে মন্দিরের একপাশে ছিল কৃষ্ণমূর্তি। পুজো হয় বৈষ্ণব মতে। কথিত আছে, পুজোর সময় মা দুর্গা (Petkati Durga) নাকি পুরোহিতের মেয়েকে খেয়ে ফেলেছিলেন। তারপর স্বপ্নাদেশ পেয়ে প্রতিমার পেট কেটে বের করা হয় মেয়েটিকে। সেই থেকেই এমন নাম। বোধনের দিন শুরু পুজোর। ষষ্ঠীতে হয় বলিদান। সপ্তমী ও নবমীতে আমিষ ভোগ। বিসর্জনের পর ঘট মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এমনিতে বছরভরই পুজো হয় প্রতিমার। পুজোর চারদিন বিশেষ ভোগ হয়। পুজোকে কেন্দ্র করে মেলাও বসে।

আরও পড়ুন-দুর্গাপুজোয় মেতে উঠেছে অসুর সম্প্রদায়

Latest article