সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল

শুনানি হওয়ার কথা সামনের সোমবার। ইদের ছুটির পরে শনিবার-রবিবার এমনিতেই বন্ধ আদালত। ফলে সোমবারের আগে শুনানি সম্ভব নয় বলে জানা গিয়েছে।

Must read

প্রতিবেদন: আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল তাঁর পিটিশন। ইডির হাতে তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পিটিশন দায়ের করেছিলেন তিনি। তাঁর যুক্তি ছিল, কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁকে আবগারি দুর্নীতি মামলায় ফাঁসাচ্ছে ইডি। গ্রেফতার করা হয়েছে চক্রান্ত করে। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের বক্তব্য, কেজরির আবেদন আদৌ জোরালো নয়।

আরও পড়ুন-তৃণমূলের পাশে থাকার বার্তা, প্রচারে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন

এরপরে বিচার চাইতে শীর্ষ আদালতে যান আপ-সুপ্রিমো। বুধবারই শুনানির জন্য জানানো হয়েছিল আবেদন। কিন্তু শেষপর্যন্ত শুনানি হল না এদিন। শুনানি হওয়ার কথা সামনের সোমবার। ইদের ছুটির পরে শনিবার-রবিবার এমনিতেই বন্ধ আদালত। ফলে সোমবারের আগে শুনানি সম্ভব নয় বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই ১৫ তারিখ পর্যন্ত তিহারে জেল হেফাজতেই থাকতে হবে কেজরিকে। লক্ষণীয়, এর আগেও তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরি। পরে অবশ্য নিজেই সেই আবেদন প্রত্যাহার করে নেন তিনি। লড়াই করেন নিম্ন আদালতে। কিন্তু নিম্ন আদালত, দিল্লি হাইকোর্ট ঘুরে সুবিচারের আশায় এবারে আবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কেজরি।

Latest article