বিজেপি মুখ্যমন্ত্রীর মঞ্চেই বেনজির কোন্দলের ছবি

সেইসময় কোনওরকমে তাঁকে নিবৃত্ত করেন রাজ্যের জ্বালানি মন্ত্রী প্রদ্যুমন সিং তোমর। এই ক্ষোভ ও মানভঞ্জন পালার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Must read

প্রতিবেদন : প্রকাশ্য মঞ্চে খোদ মুখ্যমন্ত্রীর সামনেই নিজেদের মধ্যে তীব্র কোন্দলে জড়ালেন বিজেপি নেতারা। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভারতীয় জনতা পার্টির এই দলাদলি এখন রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে। লোকসভা ভোটের আগে প্রকাশ্য সভায় নিজেদের অন্তর্দ্বন্দ্ব এভাবে প্রকাশ হয়ে পড়ায় ব্যাপক অস্বস্তিতে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশে শাসক দলের মধ্যে ক্ষোভ ও পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ির ঘটনা প্রশমনের লক্ষণ দেখা যাচ্ছে না। দলের মধ্যে ঐক্য দেখাতে গোয়ালিয়রে নির্বাচনী অফিস উদ্বোধনের নামে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ সমস্ত বড় নেতাদের এক মঞ্চে বসার নির্দেশ দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাম্প্রতিক গোয়ালিয়র সফরে গুরুত্ব না পেয়ে মন্ত্রিসভার সদস্য নারায়ণ সিং কুশওয়াহা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। অন্য নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে দোষারোপ করতে থাকেন।

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল

সম্প্রতি গোয়ালিয়রে বুথ কমিটির সম্মেলনের সময় মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে আসন না পেয়ে এবং অনুষ্ঠানের ব্যানার থেকে নিজের ছবি উধাও হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হন ক্যাবিনেট মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা। মুখ্যমন্ত্রীর পাশের আসনে জায়গা না পেয়ে তিনি গিয়ে অন্য নেতাদের সঙ্গে সোফায় বসেন। রেগে গিয়ে একসময় তিনি অনুষ্ঠানমঞ্চ ত্যাগ করতে যাচ্ছিলেন। সেইসময় কোনওরকমে তাঁকে নিবৃত্ত করেন রাজ্যের জ্বালানি মন্ত্রী প্রদ্যুমন সিং তোমর। এই ক্ষোভ ও মানভঞ্জন পালার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কুশওয়াহার অনুগামীরা বলছেন, নারায়ণ সিং কুশওয়াহা যেহেতু আর নরেন্দ্র সিং তোমর শিবিরে নেই, তাই তাঁকে পাবলিক প্ল্যাটফর্মে অপমান করা হচ্ছে। এই অসম্মান হজম করা হবে না।

Latest article