বেঙ্গালুরু : আইএসএলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে দল তুলে বিতর্কে কেরালা ব্লাস্টার্স। শুক্রবার আইএসএলের প্রথম প্লে-অফে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। সুনীল ছেত্রীরা ঘরের মাঠে খেলতে নেমেছিল। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৬ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করেন সুনীল। কিন্তু কেরলের অভিযোগ, রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল গোলে শট মারেন। তাদের গোলকিপার এবং বাকি ফুটবলাররাও প্রস্তুত ছিলেন না।
আরও পড়ুন-ঘুষ নিতে গিয়ে ৪০ লক্ষ সমেত গ্রেফতার, বিজেপি বিধায়ক-পুত্রের বাড়িতে রাশি-রাশি টাকা
রেফারি ক্রিস্টাল জন গোলের সিদ্ধান্তে অনড় থাকেন। কিন্তু রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে দল তুলে ড্রেসিংরুমে ফিরে যান কেরলের কোচ ইভান ভুকোমানোভিচ। প্রায় ১৫ মিনিট অপেক্ষার পর ম্যাচ কমিশনার বেঙ্গালুরুকে জয়ী ঘোষণা করেন। সুনীলের বিতর্কিত গোলেই প্লে-অফ জিতে প্রথম সেমিফাইনালে মুম্বই সিটির মুখোমুখি বেঙ্গালুরু। নিয়ম বলছে, স্বাভাবিক ফাউলের ক্ষেত্রে রেফারির বাঁশির অপেক্ষা না করে ফুটবলার ফ্রি-কিক নিতে পারেন। তাই ভুল প্রতিবাদ করে শাস্তির মুখে কেরল।