খেলা হবে: লোকসভায় আওয়াজ তুললেন অভিষেক, সঙ্গে তৃণমূল-সহ বিরোধী সাংসদরা

Must read

আজও লোকসভায় ফের আওয়াজ উঠল ‘খেলা হবে’। বুধবার পোস্টার হাতে নিয়ে পেগাসাস ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই পেগাসাস ইস্যুতে সরগরম সংসদের দুই কক্ষ।

আরও পড়ুন-কলকাতায় প্রয়োজন আরও উড়ালপুল, বহু রাস্তা সম্প্রসারণ : নীতীন গড়কড়িকে জানিয়েছেন মমতা

আজও তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভায় আওয়াজ উঠল ‘খেলা হবে’। তৃণমূল কংগ্রেস বাদল অধিবেশনে ঝড় তুলতে কর্মসূচি সাজিয়েই রেখেছে। প্রতিদিনই উঠছে আওয়াজ। উত্তাল হচ্ছে সংসদ। বৃহস্পতিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লোকসভায় ‘খেলা হবে’ স্লোগান তুললেন তৃণমূল সাংসদরা। তার সঙ্গে গলা মেলান অন্যান্য বিরোধী দলের সাংসদরাও। পেগাসাস ইস্যুতে নাছোড় তৃণমূল কংগ্রেস। এরপরই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।

আরও পড়ুন-অমিত শাহের নির্দেশেই ত্রিপুরায় আটক কর্মীরা, তোপ ডেরেক-ব্রাত্যর

গতকাল, বুধবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বাংলায় খেলা হয়েছে, এবার দেশজুড়ে খেলা হবে”। সেইমতো বুধবারের পরে বৃহস্পতিবারও সংসদে স্লোগান ওঠে। এদিন তার নেতৃত্ব দেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি দলীয় সাংসদদের বাদল অধিবেশনে সক্রিয় অংশগ্রহণ এবং পেগাসাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদের আওয়াজ তোলার বার্তা দিয়েছিলেন। নিজে উপস্থিত থেকে আন্দোলনের দিক নির্দেশ করে দিচ্ছেন তিনি। অভিষেকের উপস্থিতিতে সাংসদরা আরও বেশি উৎসাহিত হচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের।

Latest article