মোহনবাগান দিবস: মরণোত্তর ‘মোহনবাগান রত্ন’ শিবাজী বন্দ্যোপাধ্যায়কে, প্রকাশ ১৯১১ নস্টালজিক জার্সির রেপ্লিকা

Must read

১৯১১ সালে ২৯ জুলাই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট  দলকে ১-২ গোলে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জেতে মোহনবাগান। তারপর থেকেই এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছর ২৯ জুলাই এই দিনটিতে ক্লাব তাঁবুতে সভ‍্যসমর্থকদের ভিড় থাকলেও গতবছরের মত এই বছরও করোনা অতিমারীর কারণে গোটা অনুষ্ঠানটি হয় ভার্চুয়ালি। এদিন ‘মোহনবাগান রত্ন’ তুলে দেওয়া হল প্রয়াত প্রাক্তন গোলরক্ষক শিবাজী বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মালা দেবীর হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবাজী বন্দ্যোপাধ্যায়ের পুত্র শান্তনু বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন-Tokyo Olympics : প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন মেরি কম

বৃহস্পতিবার ক্লাবতাঁবুতে স্মরণে, বরণে শ্রদ্ধা জানানো হল প্রাক্তন গোলকিপার শিবাজী বন্দ্যোপাধ্যায়কে। স্মৃতিচারণে বেরিয়ে এলেন অন্য এক শিবাজী বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে মোহনবাগান কর্তা সৃঞ্জয় বোসের কথায়, ” আমরা জানি শিবাজীদা অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন। উনি মানুষ হিসেবেও ছিলেন অন্তত বড় মাপের।” এদিন সেরা অ্যাথলিটের পুরস্কার তুলে দেওয়া হল বিদিশা কুণ্ডুর হাতে।

আরও পড়ুন-ভয়ঙ্কর ভূমিকম্প আমেরিকায়, সুনামির সর্তকতা জারি

পাশাপাশি এদিন ঐতিহাসিক ১৯১১ শিল্ড জয়ী দলের জার্সির রেপ্লিকা এদিন উন্মোচিত হল। বাগান কর্তা দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোসের হাত দিয়েই সামনে আসে জার্সির রেপ্লিকা। এটাই ছিল এবারের মোহনবাগান দিবসের বড় চমক। ১৯১১ সেই জার্সির রং, ডিজাইন ঠিক করতে অনেক পরিশ্রম করতে হয়েছে বলে জানান বাগান কর্তারা। গোষ্ঠ পালের জন্মদিন থেকে এই জার্সি পাওয়া যাবে বলে জানান হয় ক্লাবের পক্ষ থেকে।

Latest article