প্রচারে ১০ হাজার কণ্ঠে খেলা হবে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মেঘ ঢেকেছে আকাশ। শুরু হয়েছে বৃষ্টি। তার মধ্যেই শিলিগুড়ির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। মহকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে প্রার্থীদের নিয়ে হুডখোলা জিপে মন্ত্রী অরূপ বিশ্বাস। আর গাড়ির পিছনে প্রায় ১০ হাজার মানুষের মহামিছিল। একত্রিত কণ্ঠে তখন গম গম করছে ‘খেলা হবে’ (Khela Hobe Slogan)। নির্বাচনের আগেই এ যেন বিপুল জয়ের শোভাযাত্রা। সোমবার তৃণমূল কংগ্রেসের এমনই জনসমর্থনের সাক্ষী থাকল শিলিগুড়ির খড়িবাড়ি ও বিধাননগর এলাকার। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ও শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন শোভাযাত্রার পরে খড়িবাড়িতে একটি সভাও করেন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুমা রেশমি-সহ খড়িবাড়ি আরিফ মহকুমা পরিষদের প্রার্থী কাজল ঘোষকে দেখিয়ে মন্ত্রী বলেন, ‘‘এঁরা সবাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তবে মনে রাখতে হবে সমস্ত আসনে প্রার্থী একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করতে সবাই তৃণমূল কংগ্রেসে ভোট দিন। জোড়া ফুলে একটি করে ভোট দেবেন আর বলবেন, উন্নয়নে ভোট দিলাম।’’ এখানেও অরূপবাবু রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা উল্লেখ করে সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের ভোট দেওয়ার আবেদন জানান।

আরও পড়ুন: এখনও বক্তব্যে অবিচল দুধকুমার

Latest article