সরস্বতী পুজোয় মেনু বদল মা ক্যান্টিনে। মাত্র পাঁচ টাকায় মিলেছে গরম খিচুড়ি, সাত রকমের সবজি দিয়ে তরকারি, টমাটোর চাটনি। শেষ পাতে ছিল মিষ্টি। কোচবিহার পুরসভার উদ্যোগে এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে মা ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ পাঁচ টাকার বিনিময়ে কুপন পাওয়া যায়। সেই কুপন দিয়ে ভরপেট দুপুরের খাওয়ার ব্যবস্থা করে পুরসভার কর্মীরা। এদিন সরস্বতী পুজো ঘিরে স্পেশাল মেনু উপলক্ষে যান কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি নিজেও সকলের পাতে খাবার তুলে দেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, সারাবছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলে এই মা ক্যান্টিন। বিভিন্ন উৎসব উপলক্ষে সামঞ্জস্য রেখে মেনু ঠিক করা হয়। সকলেই সরস্বতী পুজোতে খিচুড়ি পছন্দ করেন৷ সেই উপলক্ষে তাই খিচুড়ি সবজি চাটনি মিষ্টির আয়োজন করা হয়েছে৷ দূরদূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়রা বলেন এত ভাল মানের খিচুড়ি-সবজি যে মা ক্যান্টিনে পুজোর দিনে পাবেন তাঁরা তা স্বপ্নেও ভাবেননি। শেষ পাতে মিষ্টিমুখ আলাদা মাত্রা দিয়েছে।
আরও পড়ুন- বিজেপির চা-শ্রমিক সংগঠনে ভাঙন কালচিনিতে, তৃণমূলে যোগদান বহু