লন্ডন, ৩ জুলাই : জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে উত্তপ্ত অ্যাসেজ। ঐতিহ্যশালী লর্ডসের লং রুমে উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নারকে হেনস্থা করে নির্বাসিত হলেন এমসিসি-র তিন সদস্য।
আরও পড়ুন-বকেয়া আদায়ে মোদিকে চ্যালেঞ্জ করে অভিষেক জানলেন ‘দম হ্যায় তো রোখকে দিখাও’
পঞ্চম দিনে অ্যালেক্স ক্যারির ছোঁড়া বলে রান আউট হয়েছেন বেয়ারস্টো। যা মেনে নিতে পারেননি ইংরেজ সমর্থকরা। লাঞ্চ হওয়ার পর সিঁড়ি দিয়ে লং রুমে ঢোকার পরেই বিপত্তি। সেখানে এমসিসির কয়েকজন সদস্য অস্ট্রেলীয় ক্রিকেটারদের উদ্দেশে কটূক্তি করেন। খোয়াজা এবং ওয়ার্নার পাল্টা দিলে শুরু হয়ে যায় উত্তপ্ত বাদানুবাদ।
ম্যাচের পর খোয়াজা এবং ওয়ার্নারকে হেনস্থা করার অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবি তোলে অস্ট্রেলীয় বোর্ড। খোয়াজাও বিবৃতি দেন, ‘‘লর্ডসের সমর্থকদের প্রতি আমার শ্রদ্ধা ছিল। কিন্তু লং রুমে যা ঘটল, তা মেনে নেওয়া যায় না। আমাদের প্রতারক বলা হচ্ছিল।’’ খোয়াজা আরও বলেন, ‘‘মাঠে সিদ্ধান্ত নেন আম্পায়ার। ক্যারি যা করেছে সেটা যদি বৈধ না হত তাহলে আম্পায়াররা আউট দিতেন না। আমরাও চতুর্থ দিনে মিচেল স্টার্কের ক্যাচ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের একমত হতে পারিনি। কিন্তু মেনে নিতে হয়েছে। এটাই তো ক্রিকেট।’’
আরও পড়ুন-NCP-র ভাঙন নিয়ে মোদিকে তোপ দেগে অভিষেক বললেন দুর্নীতিগ্রস্তরাই বিজেপির সম্পদ
এর পরেই আসরে নামে এমসিসি। এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি তিনজন সদস্যকে চিহ্নিত করে তাঁদের নির্বাসিত করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই তিনজন লর্ডসে ঢুকতে পারবেন না। তবে, ঘটনা যাই হোক না কেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটমহল এখন পরস্পরের দিকে আঙুল তুলছে। তবে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের মতো লোকজন যেমন অজি ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনই পাল্টা তোপ এসেছে অস্ট্রেলিয়ার দিক থেকেও। এদিকে, অস্ট্রেলিয়ার জন্য খারাপ খবর। অ্যাসেজ থেকে ছিটকে গেলেন নাথান লিয়ন। লর্ডসে ডান পায়ের পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোট ছিটকে দিল অস্ট্রেলীয় স্পিনারকে।