বার্বাডোজে এক সপ্তাহের শিবির ভারতের, বিচ ভলিবল দিয়ে যাত্রা শুরু দ্রাবিড়দের

একাধিক ফরম্যাটে খেলা কয়েকজন ক্যারিবিয়ান ক্রিকেটার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে সরাসরি ডমিনিকায় যোগ দেবেন।

Must read

ব্রিজটাউন, ৩ জুলাই : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভুলে নতুন মিশনে নামছে ভারত। এবার মিশন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল-সহ বাকিরা বিভিন্ন ফ্লাইটে পৌঁছে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। বিরাট কোহলি ও রোহিত শর্মা ইউরোপে ছুটি কাটিয়ে বার্বাডোজ পৌঁছেছেন শনিবার।

আরও পড়ুন-খোয়াজা-কাণ্ডে এমসিসির কড়া শাস্তি, সিরিজে নেই লিওন সাসপেন্ড তিন সদস্য

রবিবার জেট ল্যাগ কাটাতে হালকা মুডে ছিলেন ক্রিকেটাররা। সমুদ্র সৈকতে মনোরম পরিবেশে ক্রিকেটারদের বিচ ভলিবল খেলতে দেখা গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুরদের সঙ্গে বিচ ভলিতে মেতে ওঠেন বিরাটও। সতীর্থদের খেলার ভিডিও মোবাইল ক্যামেরায় তুলতে দেখা যায় ঈশান কিশানকে। সেই ভিডিও বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে। সোমবার থেকে অবশ্য পুরোদমে নেট সেশন শুরু করে দিয়েছেন বিরাটরা। ভারতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই বোর্ডের পোস্ট করা ভিডিওতে বলেন, ‘‘ছেলেরা বিচ ভলিবল খেলে একটু হালকা মেজাজে ছুটি কাটাল। দীর্ঘ বিমানযাত্রার একটু ধকল ছিল। সোমবার ব্যাট-বল নিয়ে পুরোদমে প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে।’’

আরও পড়ুন-বকেয়া আদায়ে মোদিকে চ্যালেঞ্জ করে অভিষেক জানলেন ‘দম হ্যায় তো রোখকে দিখাও’

আগামী ১২ জুলাই দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্ট ডমিনিকায়। বার্বাডোজে সপ্তাহ খানেকের শিবির করে ডমিনিকায় যাবে ভারতীয় দল। আগামী এক সপ্তাহের শিবিরের মধ্যেই স্থানীয় দলের বিরুদ্ধে দু’টি প্র্যাকটিস ম্যাচ খেলার কথা রোহিতদের। প্রথম ওয়ার্ম আপ ম্যাচ ভারত খেলবে ৬ জুলাই। ম্যাচটি প্রথম শ্রেণির মর্যাদা পাচ্ছে না। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে অনুরোধ করেছে প্রস্তুতি ম্যাচকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার জন্য।

আরও পড়ুন-নিরাপত্তা থেকে যাবতীয় ব্যবস্থাপনা যখন সম্পন্ন শেষ মুহূর্তে বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী মোতায়েনের কথা জানালো কেন্দ্র

ওয়েস্ট ইন্ডিজ অবশ্য প্রস্তুতি শিবির করছে অ্যান্টিগার কুলিং ক্রিকেট গ্রাউন্ডে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ১৮ জনের স্কোয়াড আগেই ঘোষণা করেছে ক্যারিবিয়ান বোর্ড। একাধিক ফরম্যাটে খেলা কয়েকজন ক্যারিবিয়ান ক্রিকেটার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে সরাসরি ডমিনিকায় যোগ দেবেন।

Latest article