শহরে এলেন মার্টিনেজ

আসলে এর আগে কখনও সদ্য বিশ্বকাপ জয়ী কোনও ফুটবলার কলকাতায় আসেননি। উচ্ছ্বাস, উন্মাদনার ডেসিবেল তাই আকাশছোঁয়া।

Must read

প্রতিবেদন : কলকাতা বিমানবন্দরের বাইরে বহু আগে থেকেই এমিলিয়ানো মার্টিনেজের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ইন্টারন্যাশনাল অ্যারাইভাল গেট দিয়ে নিরাপত্তারক্ষীরা বেরোতেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারের ডাক নামে ‘দিবু…দিবু…’ গর্জন উঠল। বিমানবন্দরের বাইরে তখন রীতিমতো জনসমুদ্র। আসলে এর আগে কখনও সদ্য বিশ্বকাপ জয়ী কোনও ফুটবলার কলকাতায় আসেননি। তাই উচ্ছ্বাস, উন্মাদনা ছিল তুঙ্গে।

আরও পড়ুন-বার্বাডোজে এক সপ্তাহের শিবির ভারতের, বিচ ভলিবল দিয়ে যাত্রা শুরু দ্রাবিড়দের

জন বিস্ফোরণের মধ্যেই গলায় সবুজ-মেরুন উত্তরীয় পরে বেরিয়ে এলেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপার। বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সঙ্গে রাজ্যের মন্ত্রী সুজিত বসু। মোহনবাগান সচিবকে মার্টিনেজ বলেন, ‘‘আমি আপনাদের ক্লাবে যাব, এটা ভেবে দারুণ উত্তেজিত আমি। আর এটাও জানি, মোহনবাগান ক্লাব ভারতের জাতীয় ক্লাব।’’ মঙ্গলবার বিকেল সাড়ে চারটের সময় মোহনবাগান তাঁবুতে মূল অনুষ্ঠান। ক্লাবের তরফে মার্টিনেজকে দেওয়া হবে সংবর্ধনা। পেলে, মারাদোনা, সোবার্নামাঙ্কিত ক্লাবের প্রবেশদ্বার উদ্বোধন করবেন মার্টিনেজ। এদিন ডায়মন্ড হারবার এফসি-র ফুটবলারদের উৎসাহ দেন বিশ্বকাপার। উপহার দেন নিজের সই করা জার্সি।

Latest article