যে উন্নয়ন করেছে তাকেই ভোট, বললেন ত্বহা সিদ্দিকি

বাম আমলের কড়া সমালোচনা করে বলেন, দীর্ঘ ৩৪ বছরে ফুরফুরা শরিফে কোনও উন্নয়ন হয়নি। শুধু সংখ্যালঘু মানুষের চোখের জল পড়েছে

Must read

সংবাদদাতা, হুগলি : উন্নয়নের পক্ষে ভোট দিন, সাম্প্রদায়িক শক্তিকে নয়। বার্তা দিলেন ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকি। পঞ্চায়েত ভোটের আগে হুগলি জেলার ফুরফুরা শরিফ থেকে সাধারণ মানুষের উদ্দেশে শান্তির বার্তা দিলেন ত্বহা। বলেন, উন্নয়নের পক্ষে ভোট দিন,কোনও সাম্প্রদায়িক শক্তিকে ভোট দেবেন না।

আরও পড়ুন-শহরে এলেন মার্টিনেজ

বাম আমলের কড়া সমালোচনা করে বলেন, দীর্ঘ ৩৪ বছরে ফুরফুরা শরিফে কোনও উন্নয়ন হয়নি। শুধু সংখ্যালঘু মানুষের চোখের জল পড়েছে। এখন এই সরকার ফুরফুরা শরিফের জন্য অনেক করেছে। আগে বর্ষার সময় বাড়ি আসতে গেলে লুঙ্গি হাঁটুর উপর তুলে আসতে হত, এখন বাড়ির দরজা অবধি রাস্তা। একটা ৩০ শয্যার ও একটা ১০০ শয্যার হাসপাতাল হয়েছে। তাই সাধারণ মানুষকে বলছি, কোনও দল দেখার দরকার নেই, দেখুন আপনার এলাকায় উন্নয়ন হয়েছে কিনা। রাস্তা,আলো হয়েছে কিনা। যে উন্নয়ন করেছে, তাকেই ভোট দিন। ভোট এলেই অনেক রাজনৈতিক দলের সংখ্যালঘু মানুষের জন্য ভালোবাসা বেড়ে যায়,আর ভোট চলে গেলে তাদের দেখা যায় না। আইএসএফ বিধায়ক তথা ভাইপো নওশাদ সিদ্দিকিকে নিয়ে বলেন, ও যখন জেলে গিয়েছিল সেই সময় তাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তুলেছে সিপিএম, কংগ্রেস ও বিজেপি। ভোটের আগেই ত্বহার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest article