মজুরির দাবিতে ভাটা শ্রমিকেরা

বসিরহাট জেলার সোলাদানা ভাটা শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ভারত-বাংলাদেশ সীমান্তের সোলাদানা এলাকায়।

Must read

সংবাদদাতা, বসিরহাট : বসিরহাট জেলার সোলাদানা ভাটা শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ভারত-বাংলাদেশ সীমান্তের সোলাদানা এলাকায়। প্রায় ৬০টি ভাটা রয়েছে। তার সঙ্গে প্রায় দশ হাজার ঠিকাশ্রমিক যুক্ত। পরোক্ষভাবে পরিবারের লোক মিলে ৫০ হাজার পরিবার আজ বিপন্নতার মুখে। ইতিমধ্যে এইসব অঞ্চলে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে রাজ্য সরকার বেআইনি ইটভাটা বন্ধের নির্দেশিকা জারি করেছে।

আরও পড়ুন-হাইকোর্টের ভর্ৎসনা

গত ২ বছর ধরে প্রায় ৫০টা ভাটা বন্ধ রাখায় বিপন্ন শ্রমিক ও তাঁর পরিবার। পাশাপাশি ইট তৈরির কাঁচামালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে মালিকপক্ষ ভাটা বন্ধ করে দিচ্ছে বা কম টাকা দিচ্ছে। শ্রমিকনেতা কৃষ্ণকান্ত ঘোষ বলেন, শ্রমিকেরা সঠিক মজুরি পাচ্ছেন না। মালিকরা মুনাফা করছেন রাজ্য সরকারের ন্যূনতম শ্রম আইন অনুযায়ী মজুরি দেওয়া হচ্ছে না।

Latest article