প্রতিবেদন : পাঁচ বিদেশি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শহরে পৌঁছে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন সাইপ্রাসের জাতীয় দলের ডিফেন্ডার কারালাম্বোস কিরিয়াকৌ। সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছেই শহরের ফুটবল আবেগটা টের পেরেছিলেন। ক্লাবের তরফে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয় কিরিয়াকৌকে। সমর্থকরা জয়ধ্বনি দেন। যা দেখে কিরিয়াকৌ বলেন, “ক্লাবকে ট্রফি জিততে সাহায্য করে সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। মাঠে নিজের একশো শতাংশ দেব। তার আগে দ্রুত পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাই।”
আরও পড়ুন-জমি কেলেঙ্কারিতে বিজেপি কাউন্সিলর
বিমানযাত্রার ক্লান্তি ভুলে বিকেলে ক্লাব মাঠে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন সাইপ্রাসের ফুটবলার। কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় কিরিয়াকৌকে। ব্রিটিশ কোচ তাঁকে পছন্দ করেছেন। ভার্সেটাইল ডিফেন্ডার কিরিয়াকৌ রক্ষণ থেকে আক্রমণ তৈরিতেও নেতৃত্ব দেন। প্রথম দিন অনুশীলনে প্রথমে দৌড়লেন। তার পর সতীর্থদের সঙ্গে একটু পাসিং ফুটবল, সিচ্যুয়েশন প্র্যাকটিসে নিজেকে ব্যস্ত রাখেন। কিরিয়াকৌয়ের মাঠে নামার দিন ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন গোলকিপার কমলজিত সিং। হালকা অনুশীলনের পর ড্রেসিংরুমে ফেরার সময় লাল-হলুদ সমর্থকদের আবদার মিটিয়ে সেলফি তোলেন কিরিয়াকৌ।
আরও পড়ুন-আজ ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
এদিকে, আগামী সপ্তাহের মধ্যে বাকি চার বিদেশির শহরে চলে আসার কথা। ২২ অগাস্ট ডুরান্ড কাপে অভিযান শুরু করছে লাল-হলুদ। তার আগে মঙ্গলবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে টিম কম্বিনেশন তৈরি করে নিতে চান স্টিফেন।