নয়াদিল্লি : ভোট না দিলে জুতোপেটার হুমকি! নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে চরম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কিরণ খের। চণ্ডীগড়ের গেরুয়া সাংসদ কদর্য ভাষায় হুমকি দিলেন ভোটারদের। বিজেপি সাংসদ কিরণ বলেছেন, যারা আমাকে ভোট দেয়নি, তাদের জুতোপেটা করা উচিত। লাঠি দিয়ে মারা উচিত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিরণের এই কুৎসিত মন্তব্য ভাইরাল হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি সাংসদের নিন্দায় সরব হয়েছে আপ এবং কংগ্রেস।
আরও পড়ুন-মহারাষ্ট্রে বিজেপি জোটের ট্রোল, আর্মির নিশানায় এবার দেশের প্রধান বিচারপতি
চণ্ডীগড়ের বিজেপি সাংসদ কিরণ খের নিজের সংসদীয় এলাকায় একটি আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সেখানেই তিনি বলেন, এই দীপ কমপ্লেক্সের একজনও যদি আমাকে ভোট না দেয়, সেটা লজ্জার। যারা আমাকে ভোট দেবে না তাদের জুতোপেটা, লাঠিপেটা করা উচিত।
আরও পড়ুন-আইপিএলে ফিরছে উদ্বোধনী অনুষ্ঠান
ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। কিরণকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস এবং আম আদমি পার্টি। বিরোধী নেতাদের অভিযোগ, একজন সাংসদ প্রকাশ্যে ভোটারদের ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। তাঁকে অবিলম্বে চণ্ডীগড়বাসীর কাছে ক্ষমা চাইতে হবে। যুব কংগ্রেস কর্মীরা ইতিমধ্যেই কিরণের বিরুদ্ধে একদফা বিক্ষোভ দেখিয়েছেন। বিরোধীদের অভিযোগ, দীর্ঘ নয় বছর পর কিরণকে তাঁর কেন্দ্রে দেখা গেল। কিন্তু নিজের কেন্দ্রে এসেই সীমাহীন অশালীন মন্তব্য করে নিজের সংসদীয় কেন্দ্রের মানুষকে অপমান করলেন। আগামী দিনে মানুষই এর উপযুক্ত জবাব দেবে। সর্বস্তরে সমালোচনার চাপে বিতর্ক লঘু করতে বিজেপির সাফাই, সাংসদ নেহাত মজার ছলে কথাগুলি বলেছেন। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…