আইপিএলে ফিরছে উদ্বোধনী অনুষ্ঠান

কোভিড অতিমারি কাটিয়ে চার বছর পর আইপিএলে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান।

Must read

মুম্বই, ১৭ মার্চ : কোভিড অতিমারি কাটিয়ে চার বছর পর আইপিএলে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমে পুলওয়ামাকাণ্ড এবং পরে কোভিডের বিধিনিষেধের কারণেই উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ রাখে বিসিসিআই। কোভিড পর্ব কাটিয়ে জীবন স্বাভাবিক ছন্দে ফিরতেই এবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে আইপিএল। সেই সঙ্গে ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত উদ্বোধনী অনুষ্ঠান ফিরিয়ে আনার।

আরও পড়ুন-ধর্মসঙ্কটে সুব্রত, সুনীলের পাশে স্ত্রী

আগামী ৩১ মার্চ আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। সূত্রের খবর, খেলা শুরুর আগে ঘণ্টাখানেকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এবার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেছেন, ‘‘এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১ মার্চ। তবে অনুষ্ঠান হবে সংক্ষিপ্ত। যেহেতু হোম-অ্যাওয়ে ফরম্যাটে টুর্নামেন্ট ফিরছে, তাই দেশবাসীকে স্বাগত জানাতে এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে।’’

আরও পড়ুন-মাণ্ডবীর তীরে আজ ট্রফির হাতছানি, অন্য ডার্বি প্রীতমদের কাছে, ফুটছে বেঙ্গালুরুও

কয়েক দিন আগে মেয়েদের আইপিএলও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আত্মপ্রকাশ করেছে। ছেলেদের আইপিএলেও বলিউড তারকা ও নামী সংগীত শিল্পীদের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে। শোনা যাচ্ছে, পারফর্ম করতে পারেন গায়ক অরিজিৎ সিং।

Latest article