মহারাষ্ট্রে বিজেপি জোটের ট্রোল, আর্মির নিশানায় এবার দেশের প্রধান বিচারপতি

তাতেই গাত্রদাহ মহারাষ্ট্রের শাসক জোটের। তাই অনলাইন ট্রোলিংয়ের মাধ্যমে প্রধান বিচারপতিকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে।

Must read

প্রতিবেদন : শিবসেনা বনাম শিবসেনা মামলা ঘিরে এবার নতুন ট্যুইস্ট। সুপ্রিম কোর্টে এই মামলার প্রেক্ষিতে মহারাষ্ট্রে তৎকালীন জোট সরকারের বিরুদ্ধে আস্থা ভোট ডাকা নিয়ে রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। উদ্ধব ঠাকরের দল ও সরকার ভাঙতে সেসময় বিজেপির সক্রিয় মদতে কাজ করেছেন শিবসেনা নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

আরও পড়ুন-আইপিএলে ফিরছে উদ্বোধনী অনুষ্ঠান

নির্বাচিত সরকার ভেঙে দিতে বিজেপির সেই চক্রান্তের অংশীদার হয়েছিলেন তৎকালীন রাজ্যপাল কোশিয়ারিও। এবার একইভাবে সুপ্রিম কোর্টে রাজ্যপালের ভূমিকার কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। এতেই ক্ষুব্ধ রাজ্যের বিজেপি সরকার। বিজেপি জোটের ট্রোল আর্মি অনলাইন প্রচারের মাধ্যমে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে কুৎসিত প্রচার শুরু করেছে।

আরও পড়ুন-ধর্মসঙ্কটে সুব্রত, সুনীলের পাশে স্ত্রী

বিজেপিপন্থী ট্রোলারদের অপকীর্তির বিরুদ্ধে ১৩ জন বিরোধী নেতা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। বিরোধী নেতাদের মতে, প্রধান বিচারপতির বিরুদ্ধে অনলাইন ট্রোলিং ন্যায়বিচারের পথে গুরুতর হস্তক্ষেপ। যেভাবে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করে প্রচার করা হচ্ছে তা ভয়ঙ্কর প্রবণতা। বিচারাধীন গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে অনৈতিকভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে বিজেপিপন্থী প্রচারবাহিনী। বিরোধী নেতাদের বক্তব্য, শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তা চরম নিন্দনীয়। রাষ্ট্রপতি ছাড়াও ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন-মাণ্ডবীর তীরে আজ ট্রফির হাতছানি, অন্য ডার্বি প্রীতমদের কাছে, ফুটছে বেঙ্গালুরুও

প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভায় প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির ডাকা আস্থা ভোটের বৈধতা নিয়ে মামলায় রাজ্যপালকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তাতেই গাত্রদাহ মহারাষ্ট্রের শাসক জোটের। তাই অনলাইন ট্রোলিংয়ের মাধ্যমে প্রধান বিচারপতিকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে।

Latest article