মুম্বই, ২৯ মার্চ : রাত পোহালেই আইপিএলের মেগা ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। দুই শিবিরেই বর্ণময় চরিত্রের কোনও অভাব নেই। তবে সবচেয়ে বড় আকর্ষণ সম্ভবত বিরাট কোহলি বনাম শ্রেয়স আইয়ার দ্বৈরথ। একজন নেতৃত্ব ছেড়ে ভারমুক্ত। অন্যজনকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নেতা হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-চ্যাম্পিয়ন হলে প্রথমেই এবির কথা মনে পড়বে : বিরাট
দুই দল সম্পূর্ণ বিপরীত মেরুতে থেকে বুধবারের ২২ গজে মুখোমুখি হচ্ছে। কেকেআর যেখানে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে। সেখানে আরসিবি নিজেদের প্রথম ম্যাচে স্কোরবোর্ডে দুশোর বেশি রান তুলেও পাঞ্জাব কিংসের কাছে হেরেছে। শ্রেয়সদের কাছে এই ম্যাচটা যদি ছন্দ ধরে রাখার লড়াই হয়, তাহলে বিরাটদের কাছে জয়ে ফেরার মঞ্চ।
নাইটদের প্রথম একাদশে একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শিবম মাভির জায়গায় খেলতে পারেন টিম সাউদি। কোয়ারেন্টিন পর্ব শেষ করে সোমবারই কেকেআর নেটে যোগ দিয়েছেন অভিজ্ঞ কিউয়ি পেসার। উমেশ যাদবের সঙ্গে সাউদি সম্ভবত নতুন বল ভাগ করে নেবেন। ফলে এই ম্যাচে চার বিদেশি নিয়েই মাঠে নামতে চলেছে কেকেআর।
আরও পড়ুন-কবাডি লিগ খেলতে দুবাই যাবেন দুই কন্যাশ্রী
এদিকে, প্রথম ম্যাচে জয় পেলেও আরসিবিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে, ফাফ ডুপ্লেসি ও বিরাটকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠাতে চাইছে নাইটরা। প্রথম ম্যাচে হেরে গেলেও, ডুপ্লেসি ও বিরাট দু’জনেই রান পেয়েছেন। বিপক্ষের দুই সেরা ব্যাটসম্যানকে আউট করার জন্য কেকেআর শিবিরে বড় ভরসা স্পিন জুটি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী।
ব্যাটিংয়ে প্রথম ম্যাচেই ভরসা দিয়েছেন অজিঙ্ক রাহানে। তবে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছিলেন আরেক ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। বুধবারের ম্যাচে ভেঙ্কটেশের ব্যাট থেকে বড় রান চাইছে দল। এবং আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা সিএসকের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি। আরসিবির বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলতে মুখিয়ে রয়েছেন রাসেল।