নাম প্রত্যাহার রুখতে কড়া হচ্ছে বোর্ড আইপিএল

এবারের আইপিএল নিলামে মারকুটে ইংল্যান্ড ওপেনার জেসন রায়কে ২ কোটি টাকায় দলে নিয়েছিল গুজরাট টাইটান্স।

Must read

মুম্বই, ২৯ মার্চ : এবারের আইপিএল নিলামে মারকুটে ইংল্যান্ড ওপেনার জেসন রায়কে ২ কোটি টাকায় দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু নিলাম শেষে কয়েকদিন পরই পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়ে নাম প্রত্যাহার করে নেন তিনি। একই ভাবে ইংরেজ ওপেনার অ্যালেক্স হেলসকে খেলাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। তাঁকে দেড় কোটি টাকা দিয়ে নিলাম থেকে কিনেছিল কেকেআর। কিন্তু বায়ো বাবলের ক্লান্তিকে কারণ হিসেবে দেখিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন হেলস। এভাবে দল পেয়েও বিদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে সরে যাওয়া বিপাকে ফেলছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। তাই বিসিসিআই উদ্যোগী হয়েছে এই ব্যাপারে নির্দিষ্ট নীতি প্রণয়ন করতে।

আরও পড়ুন-বিরাট-বধের ছক তৈরি কেকেআরের

সম্প্রতি আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে বোর্ড কর্তারাও আশ্বস্ত করেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তাদের। এক সিনিয়র কাউন্সিল সদস্য বলেছেন, ‘‘নিলামে একজন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর অনেক পরিকল্পনা থাকে। একজন খেলোয়াড় যদি টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয় এবং সেটা যদি তুচ্ছ কারণে হয়, তাহলে দলগুলো অথৈ জলে পড়ে। তাদের সমস্ত পরিকল্পনাই ধাক্কা খায়।’’ বোর্ড এই ব্যাপারে কড়া হচ্ছে বলে জানা গিয়েছে। বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহার আটকাতে নির্দিষ্ট নিয়ম আনছে বিসিসিআই। বিশেষ বিশেষ ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাও নেবে বোর্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, ‘‘সবার জন্য এক নিয়ম হবে না। নাম তুলে নেওয়ার কারণ যদি যথাযথ না হয়, তা হলে কয়েক বছর সংশ্লিষ্ট ক্রিকেটারকে আইপিএল খেলতে দেওয়া হবে না। তবে সব কিছুই আলোচনাসাপেক্ষ।’’

Latest article