সংবাদদাতা, কাটোয়া : গোটা রাজ্যের মতো পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলা পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র পেশের শেষ দিন ছিল বৃহস্পতিবার। ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই সিপিএম-সহ বিরোধী দলগুলি শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছিল। কিন্তু মানুষ দেখল ঠিক উল্টো চিত্রটাই। প্রকাশ্যে লাঠিসোঁটা, তীর-ধনুক নিয়ে মনোনয়ন পেশ করতে গিয়ে বিরোধী সিপিএমের বিরুদ্ধেই সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলা জুড়ে।
আরও পড়ুন-বিরোধীরা প্রশংসা করলেন তৃণমূলের
অভিযোগ, মনোনয়ন পেশ করতে কেতুগ্রাম ১ ব্লক অফিসে আসা বাম দলের লোকজনের কাছ থেকে ৫০টি ডান্ডা বাজেয়াপ্ত করে পুলিশ। কোথাও ডান্ডা, কোথাও লাঠি, কোথাও আবার তীর-ধনুক নিয়ে মনোনয়ন জমা দিতে যান বামেদের প্রার্থী, প্রস্তাবক ও সাঙ্গপাঙ্গোরা। লাঠি ও তির-ধনুক নিয়ে আউশগ্রাম ১ ব্লক অফিসে মনোনয়ন পেশ করতে গেলে পুলিশ নির্দিষ্ট দূরত্বে অস্ত্রধারীদের আটকে দেয়। সিপিএমের প্রার্থী, প্রস্তাবকরা পতাকা বাঁধার লাঠি ‘প্রতিরোধের জন্য’ বলে সাফাই গান। মানুষ জানে, পতাকা সাধারণত সরু কঞ্চিতে বাঁধা হয়।
আরও পড়ুন-উৎসবের আবহ
কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ৩/৪ ফুটের মোটা বাঁশ। এ-বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘ভোটে পরাজয় নিশ্চিত জেনেই সিপিএম অশান্তি পাকিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়াটাকেই শুরু থেকে বিঘ্নিত করতে চাইছে। মানুষ সব কিছুই দেখছেন, তাঁরাই এর জবাব দেবেন।’