মনোনয়ন পেশে বিরোধীরা দেখল তৃণমূল বিধায়কের সৌজন্য

বিজেপির তরফেও পাল্টা স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় বেশি সংখ্যায় পুলিশকর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

Must read

সংবাদদাতা, আসানসোল : আবারও রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির দেখা গেল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায়। প্রথমে কিছুটা উত্তেজনা থাকলেও পরে একে অপরকে জল খাইয়ে হল মধুরেণ সমাপয়েত। বৃহস্পতিবারের তপ্ত সকালে এমনই এক অভূতপূর্ব ছবি দেখল খনিশহর জামুড়িয়া। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিজেপি নেত্রী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল দলের প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে জামুড়িয়ার বিডিও অফিসে যাওয়ার সময় তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে বহিরাগত তকমা দিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন-পরাজয় নিশ্চিত জেনে তির-ধনুক-বাঁশ নিয়ে নির্বাচন বিঘ্নিত করার অপপ্রয়াস, সন্ত্রাস ছড়ানোয় বাজেয়াপ্ত বামেদের ৫০ ডান্ডা

বিজেপির তরফেও পাল্টা স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় বেশি সংখ্যায় পুলিশকর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়। সেই সময় জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং তাঁর দলবল নিয়ে সেখানে পৌঁছন। তিনি তৃণমূল কর্মী-সমর্থকদের এই ধরনের স্লোগান দিতে নিষেধ করেন। তারপরই অগ্নিমিত্রা পলের কাছে গিয়ে জানান, ‘এমন স্লোগান দেওয়া তাঁদের কর্মীদের উচিত হয়নি।’ এরপর অগ্নিমিত্রার দিকে সহাস্যে জলের বোতল এগিয়ে দেন বিধায়ক হরেরাম সিং। শিষ্টাচার ও সৌজন্যের অনন্য দৃষ্টান্ত দেখে আপ্লুত অগ্নিমিত্রা বলেন, বিধায়কের এমন মধুর ব্যবহারে তিনি মুগ্ধ।

আরও পড়ুন-বিরোধীরা প্রশংসা করলেন তৃণমূলের

এমন পরিবেশই বজায় থাকুক বাংলায়, তাঁরা দেখতে চান। প্রবীণ তৃণমূল বিধায়ক জানান, বিরোধী পক্ষের মনোনয়ন দিতে কোনও সমস্যা হলে তিনি নিজে দাঁড়িয়ে তা জমা দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ মুখ্যমন্ত্রী সবসময়ই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার কথা বলেন।

Latest article