অভিযুক্তের জামিন খারিজ

Must read

প্রতিবেদন : নেতাই গণহত্যা (Netai Killing Case)  মামলার মূল অভিযুক্ত রথীন দণ্ডপাটের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। তাঁর বিরুদ্ধে হত্যাকাণ্ডে (Netai Killing Case) জড়িত থাকার তথ্যপ্রমাণ থাকায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত। গত ৮ বছর ধরে জেলবন্দি রয়েছেন এই সিপিএম নেতা। সোমবার তাঁর জামিনের আবেদন খারিজ হয় বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তবে ওই একই মামলায় জামিন পেয়েছেন অন্য ২ অভিযুক্ত। ১১ বছর ৩ মাস ধরে জেল খাটছেন ওই ২ অভিযুক্ত। নেতাই হত্যাকাণ্ডের সেই কালো দিনটি, ২০১১-র ৭ জানুয়ারি। সেই সময়ের শাসক সিপিএমের নেতারা হুলিয়া জারি করেছিলেন, নেতাই গ্রামের প্রতিটি বাড়ির একজন সদস্যকে বাম শিবিরে নাম লেখাতে হবে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ের জন্য। রান্না করে খাওয়াতে হবে সশস্ত্র সিপিএম হার্মাদদের। এই হুলিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গ্রামবাসীরা মিছিল বের করলে তাঁদের উপরে নির্বিচারে গুলি চালায় হার্মাদরা। প্রাণ হারান ৯ জন। আহত হন প্রায় ৩০ জন। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকেই গুলি চালিয়েছিল সশস্ত্র হার্মাদরা। ২০১৩ সালে এই গণহত্যার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালে ২০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ইডির সরকার, স্বীকার করলেন দেবেন্দ্র

Latest article