বিশ্বকাপে চিনকে আজ হারাতেই হবে সবিতাদের

Must read

আমস্টেলভিন, ৪ জুলাই : একগাদা পেনাল্টি কর্নার নষ্ট করার খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ১-১ ড্র করে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের মেয়েদের হকি বিশ্বকাপে (Women’s Hockey World Cup 2022) মাঠে নামছে ভারত (India)। সবিতা পুনিয়াদের প্রতিপক্ষ চিন (China)। যারা নিজেদের প্রথম ম্যাচ ২-২ ড্র করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পরের রাউন্ডের ছাড়পত্রের জন্য চিনের বিরুদ্ধে জিততেই হবে সবিতাদের। হারলে তো বটেই, ড্র করলেও নকআউট পর্বের রাস্তাটা আরও কঠিন হয়ে যাবে। তাই ইংল্যান্ড ম্যাচের ভুলের পুনরাবৃত্তি করতে চাইছেন না ভারতীয় মেয়েরা।

আরও পড়ুন: স্মৃতি-শেফালিতে লঙ্কাজয়

চিনের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক রেকর্ড অবশ্য রীতিমতো ইতিবাচক। প্রো হকি লিগে চিনাকে দু’বারের সাক্ষাৎকারে যথাক্রমে ৭-১ এবং ২-১ গোলে হারিয়েছেন সবিতারা। তবে মাঠে নামার আগে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় ভারতীয় শিবির। সবিতাদের কোচ ইয়েনেক স্কপম্যান কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘ইংল্যান্ড ম্যাচে আমরা যেভাবে পেনাল্টি কর্নার নষ্ট করেছি, তা অর্মাজনীয় অপরাধ। আন্তর্জাতিক ম্যাচে পেনাল্টি কর্নার বড় সুযোগ। তা হাতছাড়া করা মানেই নিজেদের চাপে ফেলে দেওয়া। চিন ম্যাচে (Women’s Hockey World Cup 2022) আমাদের এই ব্যাপারে উন্নতি করতেই হবে।’’ স্কপম্যান আরও যোগ করেছেন, ‘‘চিনের সঙ্গে আগের দুটো ম্যাচ জিতেছি। তাই বলে ওদের হালকাভাবে নেওয়া যাবে না। বরং শুরু থেকেই গোলের জন্য ঝাঁপাতে হবে।’’

Latest article