ছায়াছবির মহোৎসব

সিনেপ্রেমীদের প্রাণের উৎসব কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার ২৯তম বছর। ৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সলমন খান। থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। ২৩টি প্রেক্ষাগৃহে দেখানো হবে দেশ-বিদেশের ছবি। এ ছাড়াও থাকছে স্মারক বক্তৃতা, সিনে-আড্ডা, মাস্টার্স ক্লাস, প্রদর্শনী। সবমিলিয়ে বর্ণময় হতে চলেছে এবারের উৎসব। সাংবাদিক সম্মেলন ঘুরে এসে লিখলেন অংশুমান চক্রবর্তী

Must read

৩৯ দেশের ২১৯ সিনেমা
বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ এখন সময়ের অপেক্ষা। কয়েক দিন বাদেই শুরু হবে পৃথিবীর অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (Kolkata International Film Festival)। এবার ২৯তম বছর। ৫ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব হত আগেও। তবে গত ১২ বছরে বেড়েছে ধারে এবং ভারে। শুধুমাত্র নন্দন-চত্বরে আবদ্ধ না থেকে ছড়িয়ে পড়েছে শহরের কোণায় কোণায়। এবার কলকাতার ২৩টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ৩৯টি দেশের মোট ২১৯টি সিনেমা। প্রেক্ষাগৃহগুলো হল নন্দন-১, নন্দন-২, নন্দন-৩, রবীন্দ্র সদন, শিশিরমঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ-১, নজরুল তীর্থ-২, নবীনা, সাউথ সিটি, সিনেমা সেন্টিনারি ভবন, স্টার, প্রাচী সিনেমা, মিনার, বিজলি, মেনকা, অশোকা, অজন্তা, মনি স্কোয়ার, মেট্রো, কোয়েস্ট মল, নিউ এম্পায়ার। ৩৫ এমএম প্রোজেক্টারে ছবি দেখানো হবে রাধা স্টুডিওয়। পূর্ণ দৈর্ঘ্যের ছবির পাশাপাশি থাকছে স্বল্প দৈর্ঘ্যের ছবি, তথ্যচিত্র।

প্রথমবার সলমন
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান মানেই চাঁদের হাট। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বিভিন্ন সময়ে এসেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রাখি গুলজার, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা প্রমুখ বলিউড তারকা। এবার উপস্থিত থাকবেন সলমন খান। এই প্রথম তাঁকে দেখা যাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) আলো-ঝলমলে মঞ্চে। কয়েক মাস আগে শহরে এসেছিলেন বলিউডের ভাইজান। অংশ নিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের একটি জমকালো অনুষ্ঠানে। সেই দিন তিনি কালীঘাটের বাড়িতে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী তাঁকে চলচ্চিত্র উৎসবে আসার জন্য অনুরোধ করেন। তিনি সম্মত হন। সলমন খান ছাড়াও মঞ্চে থাকবেন শত্রুঘ্ন সিনহা, কমল হাসান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমুখ। এবারের উদ্বোধনী চলচ্চিত্র উত্তমকুমার এবং তনুজা অভিনীত ‘দেয়া নেয়া’। সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৩ সালে।

গানে গানে অরিজিৎ
এই প্রথম চলচ্চিত্র উৎসব উপলক্ষে তৈরি হল থিম সং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়। গেয়েছেন বাংলার সন্তান অরিজিৎ সিং। বুধবার রবীন্দ্র সদনে উৎসবের সাংবাদিক সম্মেলনে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী বীরবাহা হাঁসদা, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু, রাজ চক্রবর্তী, গৌতম ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, জুন মালিয়া, সুদেষ্ণা রায় প্রমুখ। তাঁরা উৎসবের লোগো প্রকাশ করেন। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, পৃথিবীর অন্য কোনও চলচ্চিত্র উৎসবে একসঙ্গে ১৫ হাজার মানুষ সিনেমা দেখেন না। মুখ্যমন্ত্রীর ভাবনাতেই সেটা সম্ভব হয়েছে।

আরও পড়ুন- গেরুয়া সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিৎ পটাং…

ফোকাসে স্পেন ও অস্ট্রেলিয়া
এবারের ফোকাস কান্ট্রি স্পেন। দেখানো হবে ৬টি স্প্যানিশ ছবি। স্পেশ্যাল ফোকাস অস্ট্রেলিয়া। দেখানো হবে ওই দেশের ১৫টি ছবি। থাকছে বেশ কয়েকটি পুরস্কার। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দেওয়া হবে রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি এবং অর্থমূল্য। জাতীয় স্তরের প্রতিযোগিতায় হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি এবং অর্থমূল্য। এই প্রথম উৎসবের ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে দেওয়া হবে পুরস্কার। থাকছে সাড়ে সাত লক্ষ টাকার অর্থমূল্য এবং গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি।

বক্তৃতা, আড্ডা, প্রদর্শনী
উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রকে। ‘হোমেজ’ বিভাগে সৌমেন্দু রায়-সহ আরও ৪ ব্যক্তিত্বের ছবি দেখানো হবে। ৯ ডিসেম্বর শিশির মঞ্চে ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেবেন বিশিষ্ট নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক লরেন্স কার্দিশ। ৬-১১ ডিসেম্বর প্রতিদিন একতারা মুক্তমঞ্চে আয়োজিত হবে সিনে-আড্ডা। অংশ নেবেন চলচ্চিত্র জগতের বিশিষ্টরা। উৎসবে থাকছে ‘ইন সার্চ অফ আইডেন্টিটি’ এবং পরিবেশ বিষয়ক ছবি নিয়ে দুটি বিশেষ বিভাগ। মৃণাল সেনকে নিয়ে নন্দনে ‘দ্য ম্যাভেরিক’ এবং গগনেন্দ্র প্রদর্শশালায় দেব আনন্দকে নিয়ে ‘এভার গ্রিন দেব আনন্দ’ শীর্ষক দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘মাস্টার ক্লাস’-এ অংশ নেবেন অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। উৎসবে তাঁর চর্চিত ছবি ‘কেনেডি’র প্রদর্শন উপলক্ষে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ। প্যানেল ডিসকাশানের পাশাপাশি থাকছে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান। ভারতীয় খেলাভিত্তিক ছবিও দেখানো হবে। তালিকায় রয়েছে ‘ঘুমের’, ‘জার্সি’, ‘সাব্বাস মিঠু’। ১২ ডিসেম্বর রবীন্দ্র সদনে উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। সবমিলিয়ে বর্ণময় হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত ছায়াছবির এই মহোৎসব।

Latest article