বিশ্বের নবম সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল কলকাতা

কলকাতার মুকুটে নয়া পালক। কলকাতা বিমানবন্দর Kolkata Airport) এবার বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকার প্রথম দশে জায়গা পেল।

Must read

কলকাতার মুকুটে নয়া পালক। কলকাতা বিমানবন্দর Kolkata Airport) এবার বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকার প্রথম দশে জায়গা পেল। ২০২৩ সালে সময় মেনে পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরের র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। বিমান পরিবহণের তথ্য সংগ্রহকারী সংস্থা সিরিয়াম এই মর্মে জানায় ‘মিডিয়াম’ ক্যাটেগরিতে (যাত্রী সংখ্যার নিরিখে) কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর নবম স্থানে আছে। ‘লার্জ’ বা যাত্রী পরিবহণের নিরিখে বড় বিমানবন্দরগুলির তালিকার প্রথম দশে দুটি আরও ভারতীয় এয়ারপোর্ট আছে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দুই নম্বরে আছে। তিন নম্বরে আছে বেঙ্গালুরুর কেম্পগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও শীর্ষে আছে আমেরিকার মিনেপলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর।

আরও পড়ুন-বিজয়ার পরে

গত বছর অর্থাৎ, ২০২৩ সালে হায়দরাবাদ বিমানবন্দরে মোট বিমানের সংখ্যা ছিল ১৬৮,৪২৬। সেগুলির মধ্যে ৮৪.৪২ শতাংশ বিমান নির্ধারিত সময় ওঠা নামা করেছে। সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটা ৮৪.৪৪ শতাংশ। ২০২২ সালের তুলনায় হায়দরাবাদের অবনতি হয়েছে। সময়মতো পরিষেবার ক্ষেত্রে হায়দরাবাদের এক শতাংশ কমেছে। বেঙ্গালুরু বিমানবন্দরে ৮৪.০৮ শতাংশ বিমান নির্ধারিত সময় যাতায়াত করেছে। বিশ্বের মধ্যে আর কোন ভারতীয় উড়ান সংস্থা জায়গা দখল করতে পারে নি। সার্বিকভাবে প্রথমে দশে কোন ভারতীয় উড়ান সংস্থা নেই। সবথেকে সস্তার উড়ান সংস্থার তালিকায় ইন্ডিগো আট নম্বরে আছে। ৮২.১২ শতাংশ বিমান সময় মেনে যাতায়াত করেছে।

আরও পড়ুন-হরিণের মাংস থেকেও বিশ্বে ছড়াতে পারে গভীর অসুখ, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

প্রতিবার দেখা যেত সময়ের নিরিখে বিশ্বের সেরা বিমানবন্দরগুলির তালিকার জাপানের এয়ারপোর্টগুলি ওপরের দিকে থাকত। কিন্তু এবার তার ব্যতিক্রম লক্ষ্য করা গিয়েছে। সংস্থার মুখপাত্র এই বিষয়ে জানান, ‘সময় মেনে যাতায়াতের ক্ষেত্রে সাধারণত জাপানের বিমানবন্দরগুলি শীর্ষে থাকে। কিন্তু ২০২৩ সালে এই ক্ষেত্রে তাদের বড়সড় পতন হয়েছে।’

Latest article