সিএএ-র বিরুদ্ধে সরব হয়ে প্রচারে ঝড় তুললেন কৃষ্ণ

নিজের আদি বসতবাড়ি বন্দর এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দিয়ে প্রথম প্রচারের কাজ শুরু করলেন রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : সিএএ-র বিরুদ্ধে সরব হয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসর প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, কোনও ভাবেই এই আবেদন বৈধ নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, যারা এত বছর ধরে সরকার গড়তে ভোটাধিকার প্রয়োগ করছেন, তাদের কাছে ফর্ম পূরণের নামে প্রথমেই স্বীকার করানো হচ্ছে যে ভারতে থাকার বৈধ কাগজ তাদের কাছে নেই। তাই এই ধরনের বেনিয়ম যে কেন্দ্রীয় সরকার করছে তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান করেন তিনি।

আরও পড়ুন-ঘুরে আসুন আমলাশোল

বুধবার নিজের আদি বসতবাড়ি বন্দর এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে পুজো দিয়ে প্রথম প্রচারের কাজ শুরু করলেন রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সকালে তিনি রায়গঞ্জ শহরের বন্দরে ঐতিহ্যবাহী করুণাময়ী আদি কালীবাড়িতে সস্ত্রীক উপস্থিত হন। পুজো দেন নিষ্ঠা সহকারে। এরপর ওই এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন। ঢাকবাজিয়ে মিছিল করেন কর্মী-সমর্থকরা। সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারেন তিনি। এরপর সারাদিন করণদিঘি এলাকায় প্রচার করেন। উল্লেখ্য, রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণার পর শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভায় যোগদান করেন কৃষ্ণ কল্যাণী। এরপর বুধবার রায়গঞ্জে ফিরেই জোর প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

Latest article