রাজ্যের প্রায় ১ কোটি ৮৫ লক্ষ রেশন কার্ড (Ration card) ভুয়ো, এই তথ্য নতুন নয়।। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?(Mamata Banerjee) সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘এক কোটি রেশন কার্ড আমরা বাতিল করেছি।’’ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের কাজ চলাকালীন অজস্র রেশন কার্ডের তথ্যের সঙ্গে আধারের তথ্য মেলেনি। ওই রেশন কার্ডগুলিকে চিহ্নিত করে সময়ের সাথে নিষ্ক্রিয় করা হয়। উপযুক্ত প্রমাণ দিলে তবেই কার্ডকে সক্রিয় করা হবে বলে জানানো হয়। স্বাভাবিকভাবেই প্রচুর অঙ্কের অর্থ সাশ্রয় হয়েছে রাজ্যের। বছরে রাজ্যের প্রায় ৩৫০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে মন্তব্য করে এক্সে পোস্ট করে বিরোধী দলনেতা। ।
আরও পড়ুন-দিল্লির দূষণের জন্য দায়ী যোগী সরকার, ক্ষোভ পরিবেশমন্ত্রীর
শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পোস্টে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় একটি গল্প তৈরি করার চেষ্টা করেছিলেন যে এটি খাদ্য ও সরবরাহ বিভাগের প্রাক্তন মন্ত্রীর কারণে হয়েছিল; জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচেষ্টায় রেশন কার্ডগুলি ডিজিটালাইজ করা হয়েছিল এবং ১ কোটিরও বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার সর্বদা রেশন কার্ডের ডিজিটাইজেশনের বিরুদ্ধে ছিল, যা জাতীয় খাদ্য নিরাপত্তা আইন পাস হওয়ার পরে বাধ্যতামূলক হয়ে ওঠে। এমনকি রাজ্য সরকার “এক জাতি এক রেশন কার্ড” প্রকল্পের বিরোধিতা করেছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগটি বাস্তবায়ন করতে বাধ্য হয়েছিল।’
আরও পড়ুন-সন্ধে নামলেই ছাদে ভূতের উপদ্রব, ভরসা বিজ্ঞান মঞ্চ
এরপরেই শুভেন্দুর এক্সের পোস্টের ওপর ভিত্তি করেই নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, ‘২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ভারতে মোট ৪.২৮ কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশ এই তালিকাটিকে একপ্রকার নেতৃত্ব দিয়েছে। সেখানে বাতিল হয়েছে ১.৭ কোটি, যা সমগ্র সংখ্যার ৪০ শতাংশ। বিস্ময়কর! তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তার খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠেনি কেন? নাকি আপনার বিজেপি সহকর্মীদের বিষয় উত্থাপিত হলে আপনি অন্ধ হয়ে যান?’
.@SuvenduWB, let’s examine some data, shall we?
Of the total of 4.28 crore bogus ration cards deleted in India between 2014 and 2021, Uttar Pradesh spearheaded this list with a whopping 1.7 crore deletions, constituting an astounding 40% of the entire tally.
Why not demand… https://t.co/kFNGehahO9
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 4, 2023