নৌসেনার বায়ুঘাঁটিতে ভেঙে পড়ল চেতক হেলিকপ্টার

ভারতীয় নৌবাহিনীর চেতক হেলিকপ্টার ভেঙে পড়েছে। হেলিকপ্টারটি আইএনএস গারুদা থেকে পরিচালিত হত। কোচিতে সার্দান নাভাল কম্যান্ডের কাছে অবস্থিত বায়ুঘাঁটি।

Must read

কোচিতে (Kochi) নৌসেনার বায়ুঘাঁটিতে হঠাৎ করেই ভেঙে পড়ল চেতক হেলিকপ্টার (Chetak Helicopter)। জানা যাচ্ছে, কোচিতে নৌসেনার বায়ুঘাঁটিতে অবতরণের পরই রানওয়েতে চেতক হেলিকপ্টার ভেঙে পড়েছে।

আরও পড়ুন-বাতিল রেশন কার্ড নিয়ে আদিত্যনাথ প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতাকে বিঁধলেন কুণাল ঘোষ

বিষয়টি নিয়ে আপাতত ভারতীয় নৌসেনার তরফে সরকারিভাবে কিছু প্রকাশ্যে আনা হয়নি। কোচির কাছে উইলিংডন আইল্যান্ডে ভারতীয় নৌসেনার বায়ুঘাঁটির বিমানবন্দরে শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। ভারতীয় নৌবাহিনীর চেতক হেলিকপ্টার ভেঙে পড়েছে। হেলিকপ্টারটি আইএনএস গারুদা থেকে পরিচালিত হত। কোচিতে সার্দান নাভাল কম্যান্ডের কাছে অবস্থিত বায়ুঘাঁটি। সেই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি।

ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং শীর্ষ কর্মকর্তারা এই প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং যোগেন্দ্র সিং, এলএএমকে শ্রদ্ধা জানিয়েছেন। কোচিতে দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র।

Latest article