পুলিশকর্মীকে ‘খলিস্তানি’ আক্রমণে কেন চুপ? বিজেপি প্রার্থীকে খোঁচা মুখ্যমন্ত্রীর

Must read

তিনি নিজে শিখ সম্প্রদায়ের মানুষ। অথচ শুভেন্দু অধিকারীর যখন এক শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলে কটাক্ষ করেছিলেন তখন তাঁর বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি। শনিবার, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে কুলটিতে জনসভা থেকে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে মোক্ষম খোঁচা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নাম না করে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগে টাকা ছড়ানো অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

এদিন সভা থেকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, “এবার তো প্রার্থী বদলে গেল বিজেপি! গতবার যিনি বর্ধমান -দুর্গাপুর আসনটি জিতেছিলেন এবার তিনি এই আসনটা ম্যানেজ করেছেন কোনও মতে।” বিজেপি প্রার্থীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শুনেছি আগের বার বিজেপি প্রার্থী টাকা দিয়ে জিতেছিলেন ভোটে। এ বারও টাকা ছড়ানোর চেষ্টা করা হবে। টাকা দিতে এলেই আগে ১৫ লক্ষ চাইবেন।“

আরও পড়ুন- ২০০ পেরোবে না! বিজেপিকে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর

সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে শুভেন্দু অধিকারীর এক শিখ পুলিশ আধিকারিককে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করেন। এদিন প্রসঙ্গ তুলেও বিজেপি প্রার্থীকে তুলোধনা করেন মমতা। বলেন, “আপনিও তো শিখ সম্প্রদায়ের মানুষ। যখন গদ্দার শিখ পুলিশকর্মীকে ‘খলিস্তানি’ বললেন তখন কেন চুপ ছিলেন?“

সভা থেকে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গতকাল মোদি বলেছেন, বাংলায় তৃণমূলের জন্য উন্নয়ন থেমে গিয়েছে। ভারতের জিডিপি ৮.৮৭ শতাংশ। বাংলায় ১১.৮৪ শতাংশ। আপনি আগে পদত্যাগ করুন। তার পর এ সব বলুন।“

Latest article