সাংবাদিক বৈঠকে বিজেপি ও কংগ্রেস কে এক হাত নিলেন কুণাল ঘোষ

Must read

সোমবার সকাল থেকেই একের পর এক জেলায় বিজেপির বিদ্রোহীদের পোস্টারে পোস্টারে ছয়লাপ বিভিন্ন এলাকা। সেখানে সুকান্ত-শুভেন্দু-অমিতাভকে দালাল বলে উল্লেখ করে ভরিয়ে দেওয়া হয় নানান কটূক্তিতে। পোস্টার পড়ে কলকাতায় বিজেপির সদর দফতর মুরলি ধর সেন লেনের অফিসেও। এপ্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বিজেপি মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। নিজের দলের কর্মীদের কাছেও নেই গ্রহণ যোগ্যতা। তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত না। আদি বিজেপি বনাম নব্য বিজেপির সঙ্গে ক্ষণস্থায়ী বিজেপির লড়াই।

আরও পড়ুন – মদন মিত্রকে নিজের ব্যবহারের জন্য কড়া বার্তা দিয়ে সতর্ক করলেন পার্থ চট্টোপাধ্যায় 

এর মধ্যেই ওঠে অমিত মালব্য টুইট প্রসঙ্গ। কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, অমিত মালব্যর টুইট করার অভ্যাস। তথাগত রায়ের কামিনী কাঞ্চন নিয়ে বলেন, পোর্ট এর গেস্ট হাউসে বৈঠক করেছেন। আগে নিজের ঘর সামলান। দিলীপ ঘোষের ” কেহিপে নিগাহে কাহপে নিশানা ” পদ হারিয়ে উনি বিরোধীদের উদ্বুদ্ধ করছেন।
কল্যাণ বান্দ্যোপাধ্যায় ও মদন মিত্র প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি কুণাল। তিনি স্পষ্ট জানান, “কল্যাণ বান্দোপাধ্যায় কে ঘিরে যে ইস্যু তার চ্যাপ্টার ক্লোজড। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে সুখী পরিবার।

গোয়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কংগ্রেসের অধীর চৌধুরীকেও তোপ দেগে কুণাল বলেন, গোয়াতে কিভাবে বিজেপি এতদিন সরকারে থাকল আগে সেটা বলুন। গোয়া তে কংগ্রেস এতদিন কেন সরকার গঠন করতে পারে নি? তাহলে বিরোধীদের কেনো বাধা দিচ্ছেন। কেনো তারা বিজেপি সরকার কে থামাতে পারেনি ? মানুষ তৃণমূল কংগ্রেস কে চাইছে। তাই তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করছে।কংগ্রেসকে বাংলায় শূন্যতে নামিয়েছেন।
তবে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ দেওয়া নিয়ে তথাগত রায়ের টুইট কে সমর্থন করে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ দেওয়া চূড়ান্ত অপমানজনক। বাংলার সম্মান নিয়ে তারা ভাবছেন না, তথাগত রায়ের টুইট করে ভালো করেছেন এটা বাংলার সম্মানের ব্যাপার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তো আগেই প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।নেতাজির নামে ট্যাবলো বাদ দেওয়াটা লজ্জার।সবার প্রতিবাদ জানানো উচিত।

Latest article