“পিছনের দরজা দিয়ে নাক গলাচ্ছে”, BSF-এর ব্যপ্তি বাড়ানোয় কেন্দ্রকে নিশানা কুণালের

Must read

প্রতিবেদন : এবার বাংলা-সহ তিন রাজ্যে সীমা সুরক্ষা বাহিনী বা বিএসএফের কাজের ব্যপ্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত বর্ডার থেকে ১৫ কিলোমিটার ভিতরে এসে তল্লাশি চালাতে পারত বিএসএফ। সেই পরিধি বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। এই সীমারেখার মধ্যে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ থেকে গ্রেফতারি পর্যন্ত করতে পারবে বিএসএফ।

কেন্দ্রের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বাংলার শাসক দল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি টুইটে কুণাল লেখেন, “রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে কেন্দ্রের নাক গলানো।”

আরও পড়ুন : অসুর বিনাস করে নারীশক্তিই হবে দেশের প্রধান: সায়নী

বিষয়টি নিয়ে যথা সময়ে দলীয় ভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করবে তৃণমূল, এমনটা জানিয়ে বৃহস্পতিবার টুইটে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে বিএসএফের কর্মক্ষেত্র সীমান্ত থেকে ১৫ কিমির বদলে বাড়িয়ে ৫০ কিমি করল, তা প্রতিবাদযোগ্য। এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো। তৃণমূল কংগ্রেস বিষয়ে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যথাযথভাবে বক্তব্য জানানো হবে।”

 

Latest article