অসুর বিনাস করে নারীশক্তিই হবে দেশের প্রধান: সায়নী

Must read

সংবাদদাতা, দুর্গাপুর: দেবী দুর্গা হলেন নারী শক্তির প্রতীক। দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে পশ্চিমবঙ্গের নারীশক্তিই একদিন ভারতের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে। দুর্গাপুরের বেনাচিতি বাজারের প্রভাত সংঘের পুজোয় এসে এমনটাই বললেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভাপতি সায়নী ঘোষ। সায়নী বলেন, ‘আমরা যে দেবী দুর্গার আরাধনা করি, তিনি একদিকে অসুর ও দুর্গতি নাশিনী, অন্যদিকে শান্তি ও সৌহার্দ্যের প্রতিমূর্তি।

আরও পড়ুন : নতুন পোশাক পরে পুজোয় মাতে অসুর সম্প্রদায়

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দেবী দুর্গার মতোই তাঁর দশহাতে রাজ্যটাকে রক্ষা করছেন। তিনিই হলেন প্রকৃত নারী শক্তির মূর্ত প্রতীক। যারা দেশ শাসনের নামে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ভ্রাতৃঘাতী দাঙ্গা লাগায়, সেই অসুররা কিন্তু পৌরানিক অসুরদের চেয়ে অনেক বেশী ভয়ঙ্কর। সেই অসুরদের বিনাশ করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় রথ আজ দেশের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে যাচ্ছে।’ এরপর তিনি আরও বলেন, ‘শাসকরূপী অসুরের দল আতঙ্কিত, শঙ্কিত। তারা যে কোনও মূল্যে মুখ্যমন্ত্রীর সেই বিজয়রথকে থামানোর চেষ্টা করছে।’ তবে শেষ পর্যন্ত সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তিরই বিজয় কেতন উড়বে বলে তাঁর দৃঢ় প্রত্যয়ের কথা আরও একবার তিনি।

Latest article