শুভেন্দুর অতিরিক্ত আত্মবিশ্বাসকে কটাক্ষ কুণাল ঘোষের

Must read

রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আবার যোগ দিতেই দিলীপ ঘোষ দলবদলুদের তোপ দেগে ফেসবুক পোস্ট করেছিলেন। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি লেখেন, ‘অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।’

বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে শুভেন্দু অধিকারী অনেক অবাস্তব পরিকল্পনা করেছিলেন। তিনি একটি সভাতে দাবি করেন “বাংলাদেশে যা হয়েছে, তাতে আমরা শান্তিপুরে অনেক বেশি ভোটে জিতব।” সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফে কেউ তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি কারণ তারা কর্মে বিশ্বাসী।

আরও পড়ুন-চারে চার, বিজেপি পাংচার

অবশেষে কাল ফের উপনির্বাচনের ফলাফল সামনে আসতে খুঁজে পাওয়া যায়নি শুভেন্দু বা তার ঘনিষ্ট কাউকেই। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিজের টুইটারে শুভেন্দুকে কটাক্ষ করেছেন।
তিনি লিখেছেন

“বাংলাদেশে যা হয়েছে, তাতে আমরা শান্তিপুরে অনেক বেশি ভোটে জিতব।”
– শুভেন্দু অধিকারী।

তা এখন শকুন অধিকারী কোথায়?
ধর্ম বেচে ভোট করা কুলাঙ্গার, বেইমান, কাপুরুষ, দলবদলু, ভীতু, মেরুদন্ডহীন, ধান্দাবাজ, ষড়যন্ত্রী, নির্লজ্জ, গিরগিটি, সুবিধেবাদী, গদ্দারটা নীরব কেন?

কৈফিয়ত দিক।”

 

 

 

Latest article