পেগাসাসে শুভেন্দুর গ্রেফতার চাইলেন কুণাল

Must read

সংবাদদাতা, কালনা : পেগাসাস নিয়ে বিতর্ক থামছে না। তাতে নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, এই ব্যাপারে প্রথমেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে তদন্ত শুরু হওয়া দরকার। কালনায় শিক্ষক-ছাত্র-যুবদের যৌথ উদ্যোগে প্রথম বইমেলা শুরু হয়েছে। সেখানে শনিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল, বইমেলার অন্যতম কর্ণধার তাপস কার্ফা, ছাত্রনেত্রী জয়া দত্ত প্রমুখ। কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্যে কেন্দ্রের সরকারের প্রতি তীব্র সমালোচনা যেমন উঠে এসেছে, তেমনই তিনি তুলে ধরেছেন নেত্রী ও প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম-সাফল্যের কথা।

আরও পড়ুন – গোয়ায় ইস্তাহার প্রকাশ তৃণমূলের

তাঁর কথায়, উন্নয়ন কীভাবে করতে হয়, তা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিটি নির্বাচনেই দলের প্রার্থী যেই হোন না-কেন, আসলে ফ্যাক্টর নেত্রীই। কারণ, আমাদের ভাল রাখার দায়িত্বটা নিয়েছেন তিনিই। বিজেপির উদ্দেশে কুণালের তোপ, যারা হিন্দুত্বের রাজনীতির জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্যবহার করছে, তাদের হাতে দেশ সুরক্ষিত নয়। তাদের হাতে সংবিধানও সুরক্ষিত নয়। তবে রাজনীতির পাশাপাশি বাংলার সংস্কৃতি ও বইয়ের অবিচ্ছেদ্য সম্পর্কের ইতিবৃত্তও তুলে ধরেছেন আদতে সাংবাদিক কুণাল। তাঁর কথায়, বইমেলা শেষ হলেই বইয়ের কথা ভুলে যাবেন না, যে কোনও অনুষ্ঠানে বই উপহার দেওয়া অভ্যাস করুন। কারণ, ভাল বইয়ের বিকল্প কিছু নেই।

Latest article