পিএসজিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, পুরনো ক্লাবকে তোপ এমবাপের

Must read

প্যারিস, ৫ জুন : সদ্য রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আর তার পরেই পুরনো ক্লাব নিয়ে বোমা ফাটালেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তাঁর সাফ কথা, কিছু মানুষের জন্য পিএসজিতে জীবন কঠিন হয়ে গিয়েছিল।
এই মুহূর্তে জাতীয় দলের শিবিরে ইউরো কাপের প্রস্তুতিতে ব্যস্ত এমবাপে। লুক্সেমবার্গের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সাংবাদিক সম্মলনে এসে এমবাপে (Kylian Mbappe) বলেন, ‘‘পিএসজিতে সুখেই ছিলাম। কোচ, সতীর্থরা সব সময়ই পাশে ছিলেন। তবে কিছু মানুষ আমার জীবনকে কঠিন করে তুলেছিলেন।’’ সরাসরি নাম না করলেও, এমবাপের তোপ যে পিএসজি কর্তৃপক্ষের দিকে, সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন-কোচবিহারে তৃণমূলের বিজয় মিছিলে গুলি চালাল বিজেপি

নতুন চুক্তিতে সই করা নিয়ে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন এমবাপে। একটা সময় তো ক্লাবের তরফ জানিয়ে দেওয়া হয়েছিল যে, তাঁকে মাঠে নামার সুযোগ দেওয়া হবে না। শুধু তাই নয়, বেশ কিছুদিন রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করতে বাধ্য করা হয়েছিল ফরাসি তারকাকে। ওই কঠিন সময় কোচ লুইস এনরিকে এবং স্পোর্টস ডিরেক্টর লুইস ক্যাম্পোসকে পাশে পেয়েছিলেন বলে জানিয়েছেন এমবাপে।
তিনি বলেন, ‘‘ক্লাব আমাকে মুখের উপরে বলে দিয়েছিল, মরশুমের বাকি ম্যাচে আমাকে খেলানো হবে না। ওই সময় কোচ এনরিকে এবং স্পোর্টিং ডিরেক্টর ক্যাম্পোস আমাকে বাঁচিয়ে দেন। ওঁরা না থাকলে, আমার পক্ষে পিএসজির জার্সিতে মাঠে নামা সম্ভব হত না।’’ এমবাপের সংযোজন, ‘‘তবে এই মুহূর্তে পুরো ফোকাস ইউরো কাপে। আমি দলের অধিনায়ক। তাই বাড়তি দায়িত্ব পালন করতে তৈরি।’’

Latest article