সংবাদদাতা, দুর্গাপুর : খনি অঞ্চলের পারিবারিক লক্ষ্মীপুজোর (Lakshmi Puja- Durgapur) মধ্যে অন্যতম খান্দরার সিনহা পরিবারের পুজো। ১৮৪৯ সালে পুজোর শুরু করেন পরিবারের আদিপুরুষ সুধাকৃষ্ণ সিনহা। পরম্পরা ও ঐতিহ্য মেনে এবারও ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে তাঁদের লক্ষ্মীপুজো। এবার পুজোর ১৭৩ বছর। গ্রামে একাধিক দুর্গাপুজোর প্রচলন থাকলেও অতীতে সেভাবে লক্ষ্মীপুজোর প্রচলন ছিল না । ফলে দুর্গাপ্রতিমা নিরঞ্জনের পর এলাকার মানুষের মন ভারাক্রান্ত থাকত। সুধাকৃষ্ণবাবু গ্রামে প্রথম লক্ষ্মীপুজোর আয়োজন করেন বলে জানা যায়। সিনহা বাড়ির লক্ষ্মীপ্রতিমা (Lakshmi Puja- Durgapur) কিছুটা আলাদা। এখানে লক্ষ্মীর দুদিকে দুটি পরীর প্রতিকৃতি থাকে। পরিবারের সদস্য অনুপকুমার সিনহা জানান, পুজো উপলক্ষে প্রতি বছর এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠানের আয়োজন হয়। তবে দু’বছর করোনার কারণে অনুষ্ঠান হয়নি। সিনহা পরিবারের অনেক সদস্য কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকেন। পারিবারিক লক্ষ্মীপুজোয় অংশ নিতে এ সময় তাঁরা সকলে ফিরে আসেন খান্দরা গ্রামে। ফলে পুজো হয়ে ওঠে পরিবারের মিলনমেলা।
আরও পড়ুন-পুরনো ভাড়ায় বাস চালিয়ে পুজোয় রেকর্ড ব্যবসা রাজ্যের