সেমিফাইনালে হার লক্ষ্যের

Must read

টোকিও, ২৯ জুলাই : লড়াই করেও শেষরক্ষা হল না। জাপান ওপেনে (Japan Open 2023) পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। শনিবার লক্ষ্য কোর্টে নেমেছিলেন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে। গত এশিয়ান গেমসে সোনাজয়ী তথা বিশ্বের ৯ নম্বর ক্রিস্টির বিরুদ্ধে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর, ১৫-২১, ২১-১৩, ১৬-২১ ব্যবধানে হেরে যান লক্ষ্য। এই নিয়ে ক্রিস্টির বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে হারলেন তিনি (Lakshya Sen)। প্রথম গেম হারের পর, দ্বিতীয় গেম জিতে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিলেন লক্ষ্য। কিন্তু নির্নায়ক তৃতীয় গেমে ক্রিস্টি বাজিমাত করেন। তবে চলতি বছরটা ভালই কাটছে লক্ষ্যের। ১৪টি টুর্নামেন্ট খেলে তিনটেতে সেমিফাইনালে উঠেছেন। কানাডা ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। এইচ এস প্রণয় এবং সাত্ত্বিকসাইরাজ রাংকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি গতকালই ছিটকে গিয়েছিলেন, লক্ষ্যর হারের সঙ্গে সঙ্গেই জাপান ওপেনে ভারতীয় শাটলারদের অভিযানে ইতি।

আরও পড়ুন- ইন্ডিয়ার ধাক্কায় এনডিএ-র নাম বদলে তৎপরতা

Latest article