বেআইনি বাজি মজুত রুখতে কড়া লালবাজার

সংশ্লিষ্ট থানা এলাকাগুলিতে যে বাজি ব্যবসায়ীরা রয়েছেন, তাঁদের প্রত্যেকের লাইসেন্স আছে কি না, সেই নিয়ে লালবাজার থেকে জানতে চাওয়া হয়েছে

Must read

রাজ্যে বেশ কয়েকটা বাজি কারখানায় (Cracker factory) বিস্ফোরণ হল পর পর। প্রথমে এগরায়। তারপর শহরতলিতে। এরপরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। বেআইনিভাবে বাজি মজুত বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে লালবাজারও (Lalbazar)। প্রতিটি থানার থেকে জানতে চাওয়া হয়েছে, সেই এলাকায় কোনও বেআইনি গুদামঘর আছে কি না।

আরও পড়ুন-‘একমাত্র সুপ্রিম কোর্টই পারে দেশকে বাঁচাতে’ কেজরিওয়ালকে পাশে নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

সংশ্লিষ্ট থানা এলাকাগুলিতে যে বাজি ব্যবসায়ীরা রয়েছেন, তাঁদের প্রত্যেকের লাইসেন্স আছে কি না, সেই নিয়ে লালবাজার থেকে জানতে চাওয়া হয়েছে। কলকাতা পুলিশের (Kolkata Police) অন্তর্গত থানা এলাকাগুলির কোথাও লাইসেন্সহীন বাজি ব্যবসায়ী আছে কি না, সেই বিষয়ে নজরদারি করার জন্য বলা হয়েছে লালবাজার থেকে। সেই নিরিখে একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-প্রকাশিত হল নবজোয়ার যাত্রার প্রচার গান, মানুষের অভূতপূর্ব সাড়ায় আপ্লুত অভিষেক

এই হেন্ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নবান্ন। মঙ্গলবার বিকেলে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর দক্ষিণ ২৪ পরগনা জেলার বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে করবেন বলে জানা গিয়েছে। পুলিশ প্রশাসনের তরফে সমস্ত জেলাগুলিকে মৌখিক নির্দেশিকায় সতর্ক করা হয়েছে। কোথাও কোনও বেআইনি বাজি মজুত আছে কিনা, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। সমস্ত জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলিকে সতর্ক করার জন্য। সব মিলিয়ে বলা যায় কড়া অবস্থান নিল লালবাজার।

Latest article